Bhaiphonta: ভাই অথবা বোন-দিদিদের জন্য সেরা উপহার নিয়ে এসেছেন সোনাঝুরির হস্তশিল্প ব্যবসায়ীরা!

Last Updated:
Bhaiphonta: ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া, ভাই-বোনের সম্পর্কের সবচেয়ে ভালোবাসায় ভরা উৎসব। আর ভাইফোঁটা মানেই নানান ধরনের খাওয়া-দাওয়ার পাশাপাশি বোনেদের বা দিদিদের অভিনব উপহার দেওয়া। সময়ের সঙ্গে সঙ্গে উপহার দেওয়ার ধরনও পাল্টে গিয়েছে। উপহার ছাড়া ভাইফোঁটা যেন অসম্পূর্ণ।
1/5
বীরভূম,সৌভিক রায়: রাত পেরোলেই ভাইফোঁটা। ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া, ভাই-বোনের সম্পর্কের সবচেয়ে ভালোবাসায় ভরা উৎসব। আর ভাইফোঁটা মানেই নানান ধরনের খাওয়া-দাওয়ার পাশাপাশি বোনেদের বা দিদিদের অভিনব উপহার দেওয়া। সময়ের সঙ্গে সঙ্গে উপহার দেওয়ার ধরনও পাল্টে গিয়েছে। উপহার ছাড়া ভাইফোঁটা যেন অসম্পূর্ণ। মিষ্টি ধান দুর্বার পাশাপাশি এখন জায়গা করে নিচ্ছে নতুনত্ব উপহার।
রাত পেরোলেই ভাইফোঁটা। ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া, ভাই-বোনের সম্পর্কের সবচেয়ে ভালোবাসায় ভরা উৎসব। আর ভাইফোঁটা মানেই নানান ধরনের খাওয়া-দাওয়ার পাশাপাশি বোনেদের বা দিদিদের অভিনব উপহার দেওয়া। সময়ের সঙ্গে সঙ্গে উপহার দেওয়ার ধরনও পাল্টে গিয়েছে। উপহার ছাড়া ভাইফোঁটা যেন অসম্পূর্ণ। মিষ্টি ধান দুর্বার পাশাপাশি এখন জায়গা করে নিচ্ছে নতুনত্ব উপহার।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
আর এই নতুনত্ব উপহারের ফলেই যেন লক্ষ্মী লাভ হচ্ছে বীরভূমের বোলপুরের সোনাঝুরির হস্তশিল্পীদের। নতুনত্ব এবং রংবেরঙের কবিতা লেখা ভাইদের জন্য রঙিন পাঞ্জাবি আর বোন বা দিদিদের জন্য শাড়ি এখন সেরা পছন্দের তালিকায়। চলতি বছর নজর কাড়ছে ক্যালিগ্রাফি করা পাঞ্জাবি ও শাড়ি।
আর এই নতুনত্ব উপহারের ফলেই যেন লক্ষ্মী লাভ হচ্ছে বীরভূমের বোলপুরের সোনাঝুরির হস্তশিল্পীদের। নতুনত্ব এবং রংবেরঙের কবিতা লেখা ভাইদের জন্য রঙিন পাঞ্জাবি আর বোন বা দিদিদের জন্য শাড়ি এখন সেরা পছন্দের তালিকায়। চলতি বছর নজর কাড়ছে ক্যালিগ্রাফি করা পাঞ্জাবি ও শাড়ি।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
তাতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা-গীতাঞ্জলি, শেষের কবিতা, গোরার মতো সাহিত্যকর্মের চেনা পংক্তি। আপামোর বাঙালি মননে যেমন রবীন্দ্রনাথ, তেমনি এবার পোশাকেও মিশে গিয়েছে তাঁর ছোঁয়া। শুধু পাঞ্জাবি নয়, টিশার্ট, উত্তরীয় ও শাড়িতেও ফুটে উঠছে বাংলা সংস্কৃতির নান্দনিক ক্যালিগ্রাফি।
তাতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা-গীতাঞ্জলি, শেষের কবিতা, গোরার মতো সাহিত্যকর্মের চেনা পংক্তি। আপামোর বাঙালি মননে যেমন রবীন্দ্রনাথ, তেমনি এবার পোশাকেও মিশে গিয়েছে তাঁর ছোঁয়া। শুধু পাঞ্জাবি নয়, টিশার্ট, উত্তরীয় ও শাড়িতেও ফুটে উঠছে বাংলা সংস্কৃতির নান্দনিক ক্যালিগ্রাফি।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
দেশ ছাড়িয়ে বিদেশ এবং দূর দুরান্তের পর্যটকেরা এখন বেছে নিচ্ছেন সোনাঝুরির হাট থেকে ভাই-বোন অথবা দিদিদের জন্য নতুনত্ব উপহার। আগে সাধারণ জামাকাপড়, বই, পেন এই সমস্ত উপহার দেওয়া হতো ভাই ফোঁটা উপলক্ষে। তবে সময়ের সঙ্গে সঙ্গে উপহারের ধরনও পাল্টে গিয়েছে। আর সেই কারণে ই এখন বোলপুর শান্তিনিকেতনে এসে পর্যটকেরা বেছে নিচ্ছেন কবি ঠাকুরের স্মৃতি বিচরিত পাঞ্জাবি অথবা শাড়ি।
দেশ ছাড়িয়ে বিদেশ এবং দূর দুরান্তের পর্যটকেরা এখন বেছে নিচ্ছেন সোনাঝুরির হাট থেকে ভাই-বোন অথবা দিদিদের জন্য নতুনত্ব উপহার। আগে সাধারণ জামাকাপড়, বই, পেন এই সমস্ত উপহার দেওয়া হতো ভাই ফোঁটা উপলক্ষে। তবে সময়ের সঙ্গে সঙ্গে উপহারের ধরনও পাল্টে গিয়েছে। আর সেই কারণে ই এখন বোলপুর শান্তিনিকেতনে এসে পর্যটকেরা বেছে নিচ্ছেন কবি ঠাকুরের স্মৃতি বিচরিত পাঞ্জাবি অথবা শাড়ি।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
হাটের হস্তশিল্পী কৌশিক বিশ্বাস এবং সিরাজুল ইসলাম জানান চলতি বছর একঘেয়ে উপহারের বদল ঘটেছে। ক্রেতাদের পছন্দ, গুণমান ও বাজেট সব ভেবেই হস্তশিল্পীরা কবিতা লেখা আকর্ষণীয় রঙিন পাঞ্জাবি, কুর্তি, গেঞ্জি, শাড়ির সম্ভার। হাটের হস্তশিল্পীরা বলেন,
হাটের হস্তশিল্পী কৌশিক বিশ্বাস এবং সিরাজুল ইসলাম জানান চলতি বছর একঘেয়ে উপহারের বদল ঘটেছে। ক্রেতাদের পছন্দ, গুণমান ও বাজেট সব ভেবেই হস্তশিল্পীরা কবিতা লেখা আকর্ষণীয় রঙিন পাঞ্জাবি, কুর্তি, গেঞ্জি, শাড়ির সম্ভার। হাটের হস্তশিল্পীরা বলেন, "উৎসব মরশুমে ভিড় রয়েছে। সকলেই প্রায় কেনাকেটা করছেন। সবমিলিয়ে খুশির হাওয়া বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হস্তশিল্প ব্যবসায়ীদের।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
advertisement