পাকিস্তানের ষড়যন্ত্র! কোহলির ১০০ আটকাতে 'ফাঁদ' পেতেছিল পাকিস্তান! বিস্ফোরক অভিযোগ

Last Updated:
Yograj Singh on Virat Kohli- ভারতীয় ইনিংসের ৪২ তম ওভারে যখন জয়ের জন্য ১৭ রান দরকার। বল করতে আসেন শাহিন আফ্রিদি। তখনও কোহলি শতরান থেকে ১৩ রান দূরে। ওই ওভারে আফ্রিদি ১৩ রান দেন।
1/6
একদিনের ক্রিকেটে দেখতে দেখতে ৫১ শতরান হয়ে গেল বিরাট কোহলির। টপকে গেলেন সচিনকেও। ১০০ সেঞ্চুরি কি তিনি করে ফেলতে পারবেন! এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
একদিনের ক্রিকেটে দেখতে দেখতে ৫১ শতরান হয়ে গেল বিরাট কোহলির। টপকে গেলেন সচিনকেও। ১০০ সেঞ্চুরি কি তিনি করে ফেলতে পারবেন! এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
advertisement
2/6
গত রবিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন কোহলি। তার পর থেকে ক্রিকেটবিশ্ব তাঁকে নিয়ে মেতে রয়েছে। তবে ভারতের এক প্রাক্তন ক্রিকেটার ভয়ঙ্কর অভিযোগ করে বসলেন এবার।
গত রবিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ফর্মে ফিরেছেন কোহলি। তার পর থেকে ক্রিকেটবিশ্ব তাঁকে নিয়ে মেতে রয়েছে। তবে ভারতের এক প্রাক্তন ক্রিকেটার ভয়ঙ্কর অভিযোগ করে বসলেন এবার।
advertisement
3/6
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং অভিযোগ করেছেন, সেদিন কোহলির সেঞ্চুরি আটকানোর জন্য ষড়যন্ত্র করেছিল পাকিস্তান। পাক বোলাররা নাকি চেষ্টা করেছিল, যে কোনওভাবে কোহলির সেঞ্চুরি আটকানোর।
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং অভিযোগ করেছেন, সেদিন কোহলির সেঞ্চুরি আটকানোর জন্য ষড়যন্ত্র করেছিল পাকিস্তান। পাক বোলাররা নাকি চেষ্টা করেছিল, যে কোনওভাবে কোহলির সেঞ্চুরি আটকানোর।
advertisement
4/6
ভারতীয় ইনিংসের ৪২ তম ওভারে যখন জয়ের জন্য ১৭ রান দরকার। বল করতে আসেন শাহিন আফ্রিদি। তখনও কোহলি শতরান থেকে ১৩ রান দূরে। ওই ওভারে আফ্রিদি ১৩ রান দেন। তার মধ্যে তিনটি ওয়াইড।
ভারতীয় ইনিংসের ৪২ তম ওভারে যখন জয়ের জন্য ১৭ রান দরকার। বল করতে আসেন শাহিন আফ্রিদি। তখনও কোহলি শতরান থেকে ১৩ রান দূরে। ওই ওভারে আফ্রিদি ১৩ রান দেন। তার মধ্যে তিনটি ওয়াইড।
advertisement
5/6
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বলেছেন,  ভাল বল করে আউট করার চেষ্টা না করে এরকম আচরণকে নিচু মানসিকতাই বলে। ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানদের খেলা। মাঠে সেটা বজায় রাখা উচিত। আফ্রিদি ওয়াইড করছিল পর পর। চেয়েছিল যেভাবে হোক, কোহলির সেঞ্চুরিটা আটকে দেবে।
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বলেছেন, ভাল বল করে আউট করার চেষ্টা না করে এরকম আচরণকে নিচু মানসিকতাই বলে। ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানদের খেলা। মাঠে সেটা বজায় রাখা উচিত। আফ্রিদি ওয়াইড করছিল পর পর। চেয়েছিল যেভাবে হোক, কোহলির সেঞ্চুরিটা আটকে দেবে।
advertisement
6/6
শুভমান গিলকে আউট করার পর আবরার আহমেদ যেমন আচরণ করেছিলেন, তা দেখেও রীতিমতো ক্ষুব্ধ যোগরাজ সিং। তিনি বলেছেন, এমন আচরণ মেনে নেওয়া যায় না।
শুভমান গিলকে আউট করার পর আবরার আহমেদ যেমন আচরণ করেছিলেন, তা দেখেও রীতিমতো ক্ষুব্ধ যোগরাজ সিং। তিনি বলেছেন, এমন আচরণ মেনে নেওয়া যায় না।
advertisement
advertisement
advertisement