Viral Video: ধনতেরসে ১.৫ কেজি ‘সোনা’ কিনে চমকে দিলেন এই ব্যক্তি, কীভাবে জানলে আঁতকে উঠবে আপনিও, রইল ভিডিও
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Viral Video: ধনতেরস আর দীপাবলির উৎসবে সোনা ও রুপো কেনা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হলেও দাম যে জায়গায় চলে গিয়েছে, অনেক মধ্যবিত্ত ভারতীয়র কাছে এই মূল্যবান সম্পদ কেবল স্বপ্নের কেনাকাটা হয়েই থেকে গিয়েছে। ১.৫ কেজি সোনা কেনা শিরোনামের একটি ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে।
ধনতেরস আর দীপাবলির উৎসবে সোনা ও রুপো কেনা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হলেও দাম যে জায়গায় চলে গিয়েছে, অনেক মধ্যবিত্ত ভারতীয়র কাছে এই মূল্যবান সম্পদ কেবল স্বপ্নের কেনাকাটা হয়েই থেকে গিয়েছে। দীপাবলির এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিওতে একজন ব্যক্তি এই বিষয়টি নিয়েই ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন।
১.৫ কেজি সোনা কেনা শিরোনামের একটি ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। ইনস্টাগ্রামে এই ব্যক্তি মজা করে সোনার দামের উর্ধ্বগতির সমালোচনা করেছেন। জানিয়েছেন সেই পোস্টে, ‘তো বন্ধুরা, আমরা ধনতেরস এবং দীপাবলির কেনাকাটা সেরে ফিরে এসেছি। আমরা ১.৫ কেজি সোনা কিনেছি। তাও বিভিন্ন দোকান থেকে।’
advertisement
advertisement
আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণায় জীবনটাই শেষ…! রেলের TTE থেকে ৩০০-র বেশি ছবিতে অভিনয়, কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে যান বাড়ির পরিচারিকাকে, কেন? অভিনেতার মৃত্যুর পর যা জানা গেল…
স্বাভাবিক ভাবেই এটুকু সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল। কেউই সাধারণত সোনা কিনে তা লোকদেখিয়ে বেড়ান না! এই জায়গা থেকেই কমলেশ মূর্তি একটি গয়নার দোকানের বাইরে দাঁড়িয়ে জানান, ‘আমরা ব্রিটানিয়া গোল্ড ৫০০ গ্রাম, টাটা টি গোল্ড ৫০০ গ্রাম এবং ফরচুন গোল্ড সানফ্লাওয়ার অয়েল কিনেছি।’ এই ভাইরাল ক্লিপটি সকলকে হতবাক করে দিয়েছে এবং তাদের সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত করে তুলেছে। কারণ লোকটি ভারতের মূল্যবান ধাতুর বাজারের দিকে কটাক্ষ করেছেন। যেখানে সোনার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
advertisement
আরও পড়ুন- ‘দেহব্যবসা করেই কামিয়েছি…!’ টয়লেটে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, আয়কর হানায় কেলেঙ্কারি ফাঁস হিট নায়িকার, চিনতে পারলেন?
আশ্চর্যজনকভাবে উচ্চমূল্য সত্ত্বেও সোনা এখনও দেশের সবচেয়ে বেশি বিক্রিত এবং ক্রয় কড়া ধাতব সম্পদ। ধনী এবং সুবিধাভোগী শ্রেণীর মধ্যে এটি প্রায়শই বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানে গয়না বা অন্য সামগ্রীর আকারে সঞ্চয় করা হয়, যা পরবর্তীতে শিল্প উদ্দেশ্যে এর চাহিদা বাড়ায়। বিনিয়োগকারী এবং অন্যান্য অনেকেই সোনা ক্রয় এবং সংরক্ষণ করেন।
advertisement
যাই হোক, এই ভাবে সোনা কেনার মজার ভিডিও এখন আলোচনার কেন্দ্রে। ধনতেরস এবং দীপাবলির কেনাকাটা করতে গিয়ে ১.৫ কেজি সোনা নিয়ে ফিরে আসার মজার ভিডিওটি ইন্টারনেটে সকলকে হতবাক করে দিয়েছে। সেখানে একজন কমেন্ট করেছেন, ‘আমি ৮ কেজি সোনা কিনেছি… ৫ লিটার সাফোলা গোল্ড অয়েল, ১ কেজি গোল্ড চা, ২ কেজি নেসকাফে কফি গোল্ড।’ অন্য আরেকজন একই ভাবে কমেন্ট করেছেন, ‘আমি ৫ কেজি সোনা কিনেছি।’
advertisement
একজন ব্যক্তি ব্যঙ্গাত্মকভাবে কমেন্ট করেছেন, ‘দীর্ঘমেয়াদী অপেক্ষা করো ভাই, ভাল রিটার্ন পাবে, আশা করি বেশি লাভ পাবে।’ মজার হলেও ভাইরাল ভিডিওটি তুলে ধরেছে যে, বর্তমান সময়ে বেশিরভাগ ভারতীয় কীভাবে সোনা কিনতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে উৎসবের মরশুমে, যখন একই জিনিসের দাম কেবল উল্লেখযোগ্য উচ্চতায় পৌঁছায়, কমে আর না!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 22, 2025 6:48 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ধনতেরসে ১.৫ কেজি ‘সোনা’ কিনে চমকে দিলেন এই ব্যক্তি, কীভাবে জানলে আঁতকে উঠবে আপনিও, রইল ভিডিও










