Sam Curran: ১৮ কোটির ক্রিকেটারকে নিয়ে হতাশ সেহওয়াগ, জলে গেছে টাকা মনে করেন বীরু

Last Updated:
কারানের সমালোচনায় বীরু
কারানের সমালোচনায় বীরু
মোহালি: পুরো টাকাটাই জলে গিয়েছে পঞ্জাব কিংস দলের। এমনটাই মনে করেন বীরেন্দ্র সেহওয়াগ। বীরু জানিয়েছেন টাকা থাকলেই ফ্রাঞ্চাইজি দলগুলো বিশাল খরচ করে নামি ক্রিকেটার কেনার পেছনে। কিন্তু সেই ক্রিকেটার খেলতে না পারলে ফ্রাঞ্চাইজি দলের অবস্থা খারাপ হয়ে যায়। সেটাই হচ্ছে পঞ্জাব কিংস দলের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা তথা ফাইনালের সেরা খেলোয়াড় স্যাম কারেনকে নিয়ে এবারের আইপিএল নিলামে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল।
শেষ পর্যন্ত লড়াইয়ে জয়ী হয় পঞ্জাব কিংস। ইংলিশ তারকাকে দলে নিতে তারা খরচ করে ১৮ কোটি টাকা! যা যা আইপিএলের ইতিহাসে ভারতীয় ও বিদেশি মিলিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক। কিন্তু এত পারিশ্রমিকের প্রতিদান দিতে পারছেন না কারেন! এখন পর্যন্ত আইপিএলের ৬ ম্যাচে স্রেফ ৫ উইকেট নিয়েছেন কারেন। ওভারপ্রতি দিয়েছেন ৮.১৯ রান!
এছাড়া ব্যাট হাতে ৬ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৮৭ রান; স্ট্রাইকরেট মাত্র ১১৭.৫৬। চোটের কারণে মূল অধিনায়ক শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে সবশেষ দুই ম্যাচে পঞ্জাবকে নেতৃত্বও দেন কারেন। ব্যাঙ্গালোরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে কারেনের আউট হওয়ার ধরন দেখে চটেছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ।
advertisement
advertisement
বৃহস্পতিবার কারেনের রান-আউট দেখে মনে হয়েছে যেন ইচ্ছে করেই আউট হয়েছেন! বীরু বলেন, সে একজন আন্তর্জাতিক ক্রিকেটার। কিন্তু ১৮ কোটি টাকায় অভিজ্ঞতা কেনা যায় না! ম্যাচ খেললেই শুধু অভিজ্ঞতা বাড়ে। রোদের মধ্যে দিনের পর দিন খেলতে খেলতে যখন চুল পেকে যায়, তখন অভিজ্ঞতা আসে। আমরা স্রেফ মনে করি যে, ১৮ কোটি টাকায় তাকে কেনা হয়েছে মানেই সে ম্যাচের পর ম্যাচ জেতাবে।
advertisement
তবে তার তো অভিজ্ঞতা ততটা নেই। খুব বাজে রানিং ছিল এটি। কোনো দরকারই ছিল না এটার। দলের অধিনায়ক হিসেবে তার প্রয়োজন ছিল উইকেটে থাকা, শেষ পর্যন্ত দলকে টেনে নেওয়া। স্যাম কারানের মধ্যে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে মানছেন সেহওয়াগ। কিন্তু তাকে ছন্দে ফেরাতে পঞ্জাব দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের পরিশ্রম করতে হবে মনে করেন বীরু।
advertisement
পাশাপাশি ইংলিশ তারকা কারান যখন এত টাকা নিচ্ছেন তখন তার আরও দলের প্রতি দায়িত্ব থাকা উচিত জানিয়েছেন সেহওয়াগ। যাকে তাকে অনেক টাকা দিলেই সেরা খেলা পাওয়া যায় না বলছেন বীরু।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sam Curran: ১৮ কোটির ক্রিকেটারকে নিয়ে হতাশ সেহওয়াগ, জলে গেছে টাকা মনে করেন বীরু
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement