সৌরভকে সরিয়ে সেহওয়াগকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন গ্রেগ, দাদার সঙ্গে বেইমানি চাননি বীরু

Last Updated:
সৌরভের সঙ্গে বেইমানি করার কথা ভাবতে পারেননি বিরু
সৌরভের সঙ্গে বেইমানি করার কথা ভাবতে পারেননি বিরু
মুম্বই: বীরেন্দ্র সেহওয়াগ যখন কিছু বলেন, তখন রাখঢাক রাখেন না। মন খুলে সত্যি কথা বলতে ভালোবাসেন ভারতের প্রাক্তন ওপেনার। অনেকটা যে বেপরোয়া ভঙ্গিতে ব্যাট করতেন, সেরকমই। ঠিক সেভাবেই সম্প্রতি একটি বিস্ফোরণ ঘটিয়েছেন সেহওয়াগ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বীরু বলেছেন, গ্রেগ চ্যাপেল ভারতীয় দলে যোগ দেওয়ার সময় আমাকে অধিনায়ক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পর এই প্রস্তাব ছিল। তবে বীরু জানিয়েছেন প্রিয় দাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারতেন না তিনি। কারণ তার ক্রিকেট জীবনের প্রতিষ্ঠা হয়েছে সৌরভের হাত ধরেই। তাই এত বড় অন্যায় কার কাছে পাপের সমান। বীরু বলেন, কিন্তু মাস দুয়েক পর দেখলাম, আমিই দলের বাইরে!
আরও পড়ুন - KKR: নাইটদের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে ৯০ ভাগ এগিয়ে রাসেল! শাহরুখের ভরসা ক্যারিবিয়ান তারকায়
কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা আমি এখনও জানি না। দু'মাসে কী এমন হল যে, আমি ভারতীয় দল থেকেই বাদ পড়ে গেলাম! নজফগড়ের নবাব ফের যোগ করেন, আমি বরাবর বিশ্বাস করে এসেছি, ভারতীয় দলকে কোচিং করানোর মতো ভাল কোচ রয়েছেন। বিদেশি কোচের দরকার নেই। বিদেশি কোচদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম।
advertisement
advertisement
ভারত ২০১১ সালে গ্যারি কার্স্টেনের কোচিংয়ে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। তাঁকেই সেরা বিদেশি কোচ হিসেবে বেছে নিয়েছেন সেহওয়াগ। এছাড়া গ্রেগ চ্যাপেল কোচ হিসেবে টেকনিক্যাল জ্ঞান সম্পন্ন হলেও ম্যান ম্যানেজমেন্ট তার একেবারেই খারাপ ছিল জানিয়েছেন সেহওয়াগ।
তিনি যেন কড়া মাস্টারমশাই হতে চাইতেন। ভারতীয় দলে এমন কোচের জায়গা নেই বলে জানিয়েছেন বীরু। যে কোচ দাদা বা বন্ধুর মত মিশতে পারবেন ভারতীয় দলের সাফল্য তার হাত ধরেই ধরা দেবে পরিষ্কার জানিয়েছেন ভারতের প্রাক্তন বিস্ফোরক ওপেনার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভকে সরিয়ে সেহওয়াগকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন গ্রেগ, দাদার সঙ্গে বেইমানি চাননি বীরু
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement