Sehwag: দিল্লির এমন দৈন্যদশার জন্য কাকে দায়ী করলেন সেহওয়াগ ? সৌরভ নাকি!
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: বীরেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালস দলের দৈন্যদশার জন্য আসলে দায়ী কোচ রিকি পন্টিং। সেহওয়াগ মনে করেন সত্যিই খারাপ সময় চলছে দিল্লির। একদম খারাপ ক্রিকেট খেলছে এমন নয়। তবে একেবারে ভাগ্যের সহায়তা পাচ্ছে না। অতীতের পঞ্জাব দলের সঙ্গে এমন ঘটেছিল। সেটাই হচ্ছে দিল্লির সঙ্গে। বীরু মনে করেন আইপিএল দলে একজন কোচের ভূমিকা খুব একটা গুরুত্বপূর্ণ হয় না।
টেকনিক্যালি একজন কোচ এই জায়গায় ক্রিকেটারদের কিছু শেখানোর জায়গা থাকেন না। তার যেটুকু কাজ শুধু ম্যান ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের মধ্যে ভাল সম্পর্ক রাখা। ড্রেসিং রুমের পরিবেশ সুস্থ রাখা। সেটাই হচ্ছে না। সেহওয়াগ বলেছেন অতীতে রিকি পন্টিং দিল্লির হয়ে কোচ হিসেবে বেশ সাফল্য পেয়েছেন। প্লে অফে খেলেছেন।
advertisement
advertisement
তাই তখন যত প্রশংসা পেয়েছেন এখন ততটাই ব্যর্থতার দায় নিতে হবে। বীরু নিজে অবশ্য মনে করেন পৃথ্বী, মার্শ, পাওয়েল, মুস্তাফিজুরদের মতো ক্রিকেটার যে দলে আছে তারা যে কোনও সময় ঘুরে দাঁড়াবে। বল হাতে নোকিয়া ভরসা দিচ্ছেন। কিন্তু রিকি পন্টিংকে আরও লাগাম হাতে নিতে হবে।
Virender Sehwag blasts out at Ricky Ponting for Delhi Capitals' poor performance #Virendersehwag #Rickyponting #IPL23 #IPL2023 #DC #DelhiCapitals https://t.co/HCy4D5kBmm
— CricketCountry (@cricket_country) April 16, 2023
advertisement
পাশাপাশি ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি দিল্লির ভরসা বাড়াবে মনে করেন সেহওয়াগ। আবার এই দুরবস্থা থেকে পাঁচটা ম্যাচ হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানো অসম্ভব নয় বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 2:15 PM IST