Sehwag: দিল্লির এমন দৈন্যদশার জন্য কাকে দায়ী করলেন সেহওয়াগ ? সৌরভ নাকি!

Last Updated:
দিল্লির পাঁচ হারের কারণ ব্যাখ্যা বীরুর
দিল্লির পাঁচ হারের কারণ ব্যাখ্যা বীরুর
দিল্লি: বীরেন্দ্র  স্পষ্ট জানিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালস দলের দৈন্যদশার জন্য আসলে দায়ী কোচ রিকি পন্টিং। সেহওয়াগ মনে করেন সত্যিই খারাপ সময় চলছে দিল্লির। একদম খারাপ ক্রিকেট খেলছে এমন নয়। তবে একেবারে ভাগ্যের সহায়তা পাচ্ছে না। অতীতের পঞ্জাব দলের সঙ্গে এমন ঘটেছিল। সেটাই হচ্ছে দিল্লির সঙ্গে। বীরু মনে করেন আইপিএল দলে একজন কোচের ভূমিকা খুব একটা গুরুত্বপূর্ণ হয় না।
টেকনিক্যালি একজন কোচ এই জায়গায় ক্রিকেটারদের কিছু শেখানোর জায়গা থাকেন না। তার যেটুকু কাজ শুধু ম্যান ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের মধ্যে ভাল সম্পর্ক রাখা। ড্রেসিং রুমের পরিবেশ সুস্থ রাখা। সেটাই হচ্ছে না। সেহওয়াগ বলেছেন অতীতে রিকি পন্টিং দিল্লির হয়ে কোচ হিসেবে বেশ সাফল্য পেয়েছেন। প্লে অফে খেলেছেন।
advertisement
advertisement
তাই তখন যত প্রশংসা পেয়েছেন এখন ততটাই ব্যর্থতার দায় নিতে হবে। বীরু নিজে অবশ্য মনে করেন পৃথ্বী, মার্শ, পাওয়েল, মুস্তাফিজুরদের মতো ক্রিকেটার যে দলে আছে তারা যে কোনও সময় ঘুরে দাঁড়াবে। বল হাতে নোকিয়া ভরসা দিচ্ছেন। কিন্তু রিকি পন্টিংকে আরও লাগাম হাতে নিতে হবে।
advertisement
পাশাপাশি ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি দিল্লির ভরসা বাড়াবে মনে করেন সেহওয়াগ। আবার এই দুরবস্থা থেকে পাঁচটা ম্যাচ হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানো অসম্ভব নয় বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ওপেনার।
বাংলা খবর/ খবর/খেলা/
Sehwag: দিল্লির এমন দৈন্যদশার জন্য কাকে দায়ী করলেন সেহওয়াগ ? সৌরভ নাকি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement