Virender Sehwag: বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবে কে? সেহওয়াগ জানিয়ে দিলেন নিজের পছন্দ

Last Updated:

বীরু মনে করেন গত এক দুমাসে রোহিত নিজের ফিটনেস নিয়ে পরিশ্রম করেছেন। ওজন কমিয়েছেন

বিশ্বকাপে নিজের সেরা 
ব্যাটসম্যানকে বেছে নিলেন বীরু
বিশ্বকাপে নিজের সেরা ব্যাটসম্যানকে বেছে নিলেন বীরু
মুম্বই: বাবর আজম, বিরাট কোহলি, স্মিথ, মার্করাম বা বাটলার নন। আসন্ন একদিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবেন রোহিত শর্মা। এমনটাই জানালেন বীরেন্দ্র সেহওয়াগ। অতীতে ফিরে গেলে দেখা যাবে, ২০১৯ সালের বিশ্বকাপে সর্বাধিক রান করেছিলেন রোহিত শর্মা। সেবার তিনি পুরো টুর্নামেন্টে মোট ৫টি সেঞ্চুরিও করেছিলেন।
সেবার তিনি ৯টি ম্যাচ খেলে করেছিলেন ৬৪৮ রান। ভারত বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছিল। সেখানে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়ে ভারতের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল। এবার দেখার আসন্ন ওডিআই বিশ্বকাপে কতদূর যেতে পারে রোহিতের ভারত। বিশ্বকাপে কোন ক্রিকেটার সব চেয়ে বেশি রান করতে পারেন এই প্রসঙ্গে বীরেন্দ্র সেওয়াগ বলেন, ভারতের উইকেট যেহেতু ভীষণ ভালো তাই আমার মনে হয় একাধিক ওপেনার এখানে বেশি রান করবে।
advertisement
তাই ওপেনারদের কাছে বিরাট সুযোগ থাকছে। বিশ্বকাপে সব চেয়ে বেশি রান করবে কে, এ ক্ষেত্রে যেহেতু আমাকে একজনকে বেছে নিতে হবে, আমি তাতে বাছব রোহিত শর্মাকে। বীরু মনে করেন গত এক দুমাসে রোহিত নিজের ফিটনেস নিয়ে পরিশ্রম করেছেন। ওজন কমিয়েছেন। আর এটাই বিশ্বকাপে রোহিত শর্মার প্লাস পয়েন্ট হতে চলেছে। এমনিতে তার ক্লাস নিয়ে সন্দেহ ছিল না।
advertisement
advertisement
advertisement
কিন্তু বিশ্বকাপের আগে ফিট রোহিত শর্মা অনেক বেশি ভয়ংকর হবেন জানিয়ে দিয়েছেন সেওয়াগ। আর রোহিত শর্মা বরাবর বিশ্বকাপে ধারাবাহিক রান করেন। কিন্তু পাকিস্তান ম্যাচে তার থেকে বিরাট কোহলি এগিয়ে। বীরু বলছেন এবার রোহিত পাকিস্তানের বিরুদ্ধেও সেঞ্চুরি করতে পারেন যেমনটা করেছিলেন ২০১৯ বিশ্বকাপে।
সম্প্রতি রোহিত শর্মাকে প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে হাসিখুশি দেখা গিয়েছে। বীরু মনে করেন এটাই ভারতের কাছে সুখবর। নিজেকে চাপমুক্ত রাখছেন রোহিত। অধিনায়কের পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও রহিতের রান পাওয়াটা জরুরি বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে মনে করিয়ে দিয়েছেন সেহওয়াগ। এখন দেখার হিটম্যান বীরুর ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণ করতে পারেন কিনা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virender Sehwag: বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবে কে? সেহওয়াগ জানিয়ে দিলেন নিজের পছন্দ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement