Virat Kohli: ফের নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে বিরাটকে আলিঙ্গন ভক্তের! কোহলির অনুরোধ শুনলেন না রক্ষীরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Virat Kohli: বুধবার রাতে রাজকোটে ফের নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েন বিরাট-ভক্ত। মাঠে ঢুকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন সেই ভক্ত। কিন্তু এই ঘটনার পরে ক্রুদ্ধ না হয়ে উল্টে সেই ভক্তের পাশে দাঁড়ান বিরাট।
কলকাতা: বুধবার রাতে রাজকোটে ফের নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েন বিরাট-ভক্ত। মাঠে ঢুকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেন সেই ভক্ত। কিন্তু এই ঘটনার পরে ক্রুদ্ধ না হয়ে উল্টে সেই ভক্তের পাশে দাঁড়ান বিরাট। তারপর তিনি কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন যেন তারা সহজে নেন এবং পিচে ঢুকে পড়া ওই ভক্তকে বেশি কিছু না করেন।
তবে কোহলির অনুরোধ শোনেনি নিরাপত্তা কর্মীরা। যেই মুহূর্তে ওই ভক্তকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়, তখন একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক কর্মকর্তা তাকে চড় মারেন, কারণ সেই ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে কোহলির কাছে পৌঁছনোর চেষ্টা করেছিল ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচে।
advertisement
advertisement
যদিও সেই ম্যাচে সাত উইকেটে হেরে গিয়েছিল ভারত, তিন ম্যাচের ODI সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ ম্যাচ হবে রবিবার ইন্দোরে। কোহলি এখন দারুণ ফর্মে আছেন। চার বছর পরে ফের একদিনের ক্রিকেটে শীর্ষ স্থানে বিরাট কোহলি ছাড়াও তিন নম্বরে রয়েছেন রোহিত শর্মা। সেই তালিকায় দুই নম্বরে রয়েছেন কিউয়ি ব্যাটার ডারিল মিচেল। ডারিল মিচেলের ফর্ম চিন্তায় রেখেছে ভারতকে।
advertisement
২০২১ সালের জুলাই মাসের পর বিশ্বের সেরা ODI ব্যাটার হলেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুজ্ঝে তিন ম্যাচের সিরিজে ১৩৫, ১০২, আর অপরাজিত ৬৫ রান করেছিলেন। এরপর তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাদোদরাতে প্রথম ODI-তে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন রবিবার। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সিডনিতে ৭৪ রানে অপরাজিত ছিলেন কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 2:10 PM IST








