Home /News /sports /
India vs England: ষষ্ঠবার স্টোকসের শিকার বিরাট ! কোহলির আউটের ভিডিও ভাইরাল

India vs England: ষষ্ঠবার স্টোকসের শিকার বিরাট ! কোহলির আউটের ভিডিও ভাইরাল

Photo: Twitter

Photo: Twitter

রবিবার টেস্টের তৃতীয় দিনে শুরুটা কিন্তু ভালই করেছিলেন কোহলি। তাঁর দুর্দান্ত কয়েকটা ড্রাইভও দেখতে পাওয়া যায় ৷  কিন্তু তারপরেও স্টোকসের একটি গুড লেংথ বল বুঝতে পারেননি কোহলি ৷

 • Share this:

  বার্মিংহ্যাম:  এজবাস্টন টেস্ট এখন ভালোমতোই জমে উঠেছে ৷ প্রতিদিনই ম্যাচে নানারকম ঘটনা ঘটতে দেখা যাচ্ছে ৷ যা সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে প্রভাব ফেলছে ৷ টেস্ট ম্যাচ ঘিরে এত উত্তেজনা হয়তো এখন বিলেতের মাটিতেই সম্ভব (India vs England) ৷

  রবিবার টেস্টের তৃতীয় দিনে শুরুটা কিন্তু ভালোই করেছিলেন কোহলি। তাঁর দুর্দান্ত কয়েকটা ড্রাইভও দেখতে পাওয়া যায় ৷  কিন্তু তারপরেও স্টোকসের একটি গুড লেংথ বল বুঝতে পারেননি কোহলি ৷ আচমকা লাফিয়ে ওঠা একটা বল কানায় লেগে বল কিপারের গ্লাভসে লেগে চলে যায় প্রথম স্লিপে থাকা জো রুটের হাতে ৷ দুর্দান্ত ক্যাচটি ধরেন তিনি ৷  ফলে আরও একবার কম রানেই প্যাভিলিয়ানে ফিরতে হল বিরাটকে ৷

  এই নিয়ে টেস্টে ষষ্ঠবার কোহলিকে আউট করলেন স্টোকস ৷ এদিনও শুরুটা ভাল হলেও বড় রান করতে ব্যর্থ কোহলি ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: India vs england

  পরবর্তী খবর