Virat Kohli: কোহলিকে আইপিএল ট্রফি 'গিফট' ক্রিকেটের! বিরাটকে কাঁদতে দেখল ক্রিকেট বিশ্ব, সাফল্যের ১৬ কলা পূর্ণ কিং-এর

Last Updated:

Virat Kohli: ক্রিকেট ঈশ্বর সবকিছুই দিয়েছে, বাকি ছিল শুধু আইপিএল ট্রফিটা। ১৮ বছর ধরে অধরা ছিল যে স্বপ্ন, ৩ বার ফাইনালে গিয়েও হতাশাই ছিল সঙ্গী, ২০২৫ আইপিএলে পূরণ হল বিরাট কোহলির ট্রফি ক্যাবিনেট।

News18
News18
ক্রিকেট ঈশ্বর সবকিছুই দিয়েছে, বাকি ছিল শুধু আইপিএল ট্রফিটা। ১৮ বছর ধরে অধরা ছিল যে স্বপ্ন, ৩ বার ফাইনালে গিয়েও হতাশাই ছিল সঙ্গী, ২০২৫ আইপিএলে পূরণ হল বিরাট কোহলির ট্রফি ক্যাবিনেট। ক্রিকেট ঈশ্বর যেন স্বয়ং আইপিএল ট্রফিটি উপহার দিল কিং কোহলিকে।
একদিনের বিশ্বকাপ, জোড়া চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-২০ বিশ্বকাপ বিরাট কোহলির ঝুলিতে রয়েছে সবকিছুই। শুধু ট্রফি ক্যাবিনেটে জায়গা ফাঁকা ছিল আইপিএল ট্রফিটার। অবশেষে স্বপ্নপূরণ হল বিরাট কোহলির। ফাইনাল জয় কনফার্ম হতেই চোখের জল বাঁধ মানেনি বিরাট কোহলির। বিরাটের চোখের জলে ছিল তাঁর তৃপ্তির স্বাদ।
ফাইনালে লড়াই সহজ ছিল না আরসিবির। প্রথমে ব্যাট করে বড় স্কোর করতে ব্যর্থ হয় আরসিবি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৯০ রান। আরসিবির ইনিংসেও সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন বিরাট। কঠিন পরিস্থিতিতে বিরাট না দাঁড়িয়ে থাকলে ১৯০-তেও পৌছত না আরসিবির স্কোর।
advertisement
advertisement
রান ডিফেন্ড করতে নামার আগে অনেকেই এগিয়ে রাখছিল পঞ্জাবকে। কিন্তু ক্রুণাল পান্ডিয়ার ম্যাচ উইনিং স্পেল আরসিবিকে এগিয়ে দেয়। সঙ্গ দেন জশ হ্যাজেলউড, যশ দয়াল, ভুবনেশ্বর কুমাররা। শেষ পর্যন্ত ৬ রানে ম্যাচ জেতে আরিসিবি। একইসঙ্গে ১৮ বছরের ট্রফির খরা কাটে।
advertisement
ম্যাচ জয়ের পর আবেগ প্রবণ বিরাট কোহলি মাঠেই হাঁটু গেড়ে বসে পড়েন। চোখের জল স্পষ্ট করে দিচ্ছিল সব পাওয়া হয়ে গেল। একে একে এসে সতীর্থরাও জড়িয়ে ধরেন। স্টেডিয়ামে চোখে জল অনুষ্কা শর্মারও। আরও একবার সব সমালোচকদের জবাব দিয়ে বিরাট বুঝিয়ে দিলেন তিনিই কিং কোহলি।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: কোহলিকে আইপিএল ট্রফি 'গিফট' ক্রিকেটের! বিরাটকে কাঁদতে দেখল ক্রিকেট বিশ্ব, সাফল্যের ১৬ কলা পূর্ণ কিং-এর
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement