Virat Kohli Press Conference: তাঁর নামে অনেক কিছু রটছে! সোজাসাপ্টা বিরাট জানালেন, 'রোহিতের ক্যাপ্টেন্সিতে খেলতে রাজি'

Last Updated:

Virat Kohli On Captaincy: কোহলি স্পষ্টবক্তা। আর সেটা এদিন সাংবাদিক বৈঠকে এসে আরেকবার বুঝিয়ে গেলেন তিনি।

#মুম্বই: ভারতীয় ক্রিকেটে এমন পরিস্থিতি নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার দুজন মহাতারকার ঠাণ্ডা যুদ্ধ দেখেছেন ভারতীয় ক্রিকেট সমরর্থকরা। আর বিসিসিআই-এর সঙ্গে তো অনেকবার লেগে গিয়েছে তারকা ক্রিকেটারদরে। তবে এবার পরিস্থিতি বেশ জটিল। কারণ দলের এক নম্বর তারকার সঙ্গে কার্যত লেগে গিয়েছে বোর্ডের। আর বিরাট কোহলির মতো স্পষ্টবক্তা সহজে নিজের নামে অপপ্রচার মেনে নেবেন না, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- ৫ ক্রিকেটারকে নিতে মরিয়া হতে পারে কলকাতা নাইট রাইডার্স ! দেখে নিন
বুধবার সাংবাদিক বৈঠকে এসে স্টেপ আউট করে খেললেন কোহলি। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর নামে বাজারে অনুেক কিছু রটছে। তবে অনেক কিছুই সত্যি নয়। এদিন কোহলি সাফ জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে তাঁর কোনও সমস্যাই নেই। কোহলি এদিন বলেছেন, রোহি ভাল ক্যাপ্টেন। ওর বেশ কিছু সিদ্ধান্ত দলের স্বার্থে ভাল বলে প্রমাণিত হয়েছে। ওর ক্যাপ্টেন্সিতে খেলব।
advertisement
কোহলির মেয়ে এক বছরের জন্মদিন ১১ জানুয়ারি। তাই কোহলি একদিনের সিরিজে খেলবেন না বলে জানিয়েছিলেন। এমনই খবর রটেছিল মঙ্গলবার। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়ে. মেয়ে ভামিকার জন্মদিনে কোহলি পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চান। তাই বোর্ডের কাছে একদিনের সিরিজে খেলতে না চেয়ে ছুটির আবেদন করেছিলেন বলে খবর ছিল। এই নিয়ে মহম্মদ আজহারুদ্দিন  কোহলিকে খোঁচা দিয়ে টুইট পর্যন্ত করে ফেলেছিলেন। এই পরিস্থিতিতে যখন রোহিত শর্মার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে হাজার প্রশ্ন, কোহলি ছুটির আবেদন করেছেন। অর্থাত্, কোহলি এবার রোহিতের ক্যাপ্টেন্সিতে খেলতে রাজি নন. এমন জল্পনা ছড়াতে শুরু করেছিল।
advertisement
advertisement
আরও পড়ুন- সব শেষ করে দেবেন, আত্মহত্যা করতে গিয়েও ফিরে আসেন! আজ সেই স্পিনারের জন্মদিন
এদিন কোহলি বলে গেলেন, অনেকে অনেক কিছু বলছে। আমি নাকি একটি নির্দিষ্ট সময়ের জন্য ছুটি চেয়ে আবেদন করেছি। যাঁরা এসব রটাচ্ছে তাঁরা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। আমি সব সময় দেশের হয়ে খেলার জন্য তৈরি। আমি কারও কাছে কোনও ছুটির আবেদন করিনি। আমি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার জন্য প্রস্তুত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli Press Conference: তাঁর নামে অনেক কিছু রটছে! সোজাসাপ্টা বিরাট জানালেন, 'রোহিতের ক্যাপ্টেন্সিতে খেলতে রাজি'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement