#অ্যান্টিগা: বৃহস্পতিবার থেকেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তাদের সফর শুরু করছে ভারতীয় দল ৷ প্রথম টেস্ট খেলতে মাঠে নামার আগেই অবশ্য গুরুত্বপূর্ণ ‘পেপ টক’ পেয়েই গেলেন বিরাটরা ৷ আর তাও স্বদেশী কোনও ক্রিকেটার নয় ৷ ভারতীয়দের তাতিয়ে দিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান স্যর ভিভ রিচার্ডস ৷ বিরাটরা যাকে ‘ওয়ার্ডস অফ গোল্ড’ বলে বর্ণনা করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷
অ্যান্টিগায় যে টিম হোটেলে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা ৷ সেখানেই সোমবার রাতে এসে বিরাটদের সঙ্গে দেখা করে গেলেন স্যর ভিভ ৷ কিংবদন্তী ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে সামনে পেয়ে স্বভাবতই আপ্লুত বিরাট-রাহানে-রাহুলরা ৷
The King @vivrichards56 and the Prince @imVkohli together in Antigua. pic.twitter.com/Dt6jok46zI
— BCCI (@BCCI) July 19, 2016
Major fan boy moment
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Antigua, BCCI, India Tour Of Westindies, Indian Team, Sir Viv Richards, Virat Kohli, Words of Gold, বিরাট কোহলি