বড় খবর! কিশোর কুমারের বাংলো ভাড়া নিলেন বিরাট কোহলি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli Rent Kishore Kumar Bunglow: কিশোর কুমারের বাংলো ভাড়া নিলেন বিরাট কোহলি। কী করবেন সেখানে!
#মুম্বই: কিংবদন্তি বললেও বোধ হয় কম বলা হবে। ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বতম নক্ষত্রের নাম কিশোর কুমার। সেই কিশোর কুমারের বাংলো ভাড়া নিলেন বিরাচ কোহলি!
একের পর এক সিনেমায় একের পর এক হিট গান গেয়েছেন তিনি। পাশাপাশি চিরসবুজ গানও রেখে গিয়েছেন। সেই কিশোর কুমার ভক্তদের মনে অমর হয়ে রয়েছেন। তবে তাঁর পুরনো বাড়ির ভগ্নদশা ভক্তদের মন খারাপ করে দিয়েছিল।
আরও পড়ুন- দীর্ঘদিন পর হাফ সেঞ্চুরি বিরাট কোহলির, অবশেষে স্বস্তি ভারতীয় ক্রিকেটে
মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের একটি বিলাসবহুল বাংলো রয়েছে। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি কিংবদন্তি গায়ক-অভিনেতার বাংলোটিকে নতুন উদ্যোগে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বাংলোটি ৫ বছরের জন্য লিজে নিয়েছেন কোহলি।
advertisement
advertisement
শিগগিরই এই বাংলোয় নতুন একটি রেস্টুরেন্ট চালু করতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কিশোর কুমারের ছেলে অমিত কুমার এই খবর সত্যতা স্বীকার করেছেন বলেও খবর।
ই-টাইমসের প্রতিবেদন অনুয়ায়ী, ক্রিকেটার বিরাট কোহলি জুহুতে কিশোর কুমারের বাংলোর একটি বড় অংশ লিজে নিয়েছেন। সেখানে কাজ চলছে দ্রুত গতিতে। এই জায়গাটিকে শীঘ্রই একটি রেস্টুরেন্টের রূপ দেওয়া হবে।
advertisement
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিরাট কোহলির এই নতুন প্রজেক্টের কাজ প্রায় শেষ। আগামী মাস থেকে শুরু হতে পারে রেস্তােরাঁ। এই খবর নিশ্চিত করেছেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার।
আরও পড়ুন- কিয়ান, ফারদিনদের দাপটে নৌ সেনাকে হারিয়ে ডুরান্ড কাপে ভেসে রইল এটিকে মোহনবাগান
তিনি বলেছেন, 'লীনা চন্দভারকরের ছেলে সুমিত মাত্র কয়েক মাস আগে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে দেখা করেছিলেন। এই বিষয়টি নিয়ে কথা হয়েছিল তাঁর সঙ্গে। ওই জায়গাটি বিরাটকে ৫ বছরের জন্য লিজে দেওয়া হয়েছে।
advertisement
কিশোর কুমারের জীবনে চারটি বিয়ে। লীনা চন্দভারকর হলেন গায়কের চতুর্থ স্ত্রী এবং সুমিত তাঁর একমাত্র পুত্র। অমিত কুমার কিংবদন্তি কিশোরের প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতার ছেলে। অমিত কুমারও বাবার মতোই একজন প্লেব্যাক গায়ক, অভিনেতা এবং সঙ্গীত পরিচালক।
ক্রিকেটার বিরাট কোহলির এটাই প্রথম রেস্তোরাঁ নয়। ২০১৭ সালে দিল্লির আর কে পুরম থেকে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছিলেন কোহলি। দিল্লিতেই নিজের প্রথম রেস্তোরাঁ শুরু করেছিলেন তিনি। তার পর দিল্লিতেই খোলেন আরও একটি রেস্তোরাঁ।
advertisement
শুধু তাই নয়, বিরাট একটি পোশাক সংস্থারও মালিক। WROGN নামে পরিচিত তাঁর পোশাকের ব্র্যান্ড খুব জনপ্রিয় হয়ে উঠছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2022 1:38 PM IST