দীর্ঘদিন পর হাফ সেঞ্চুরি বিরাট কোহলির, অবশেষে স্বস্তি ভারতীয় ক্রিকেটে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Virat Kohli scores 59 against Hong Kong in Asia Cup। দীর্ঘদিন পর হাফ সেঞ্চুরি বিরাট কোহলির, স্বস্তি ভারতীয় ক্রিকেটে
#দুবাই: এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে যতটা কথা হয়েছিল, বিরাট কোহলির ৩৫ রান নিয়ে ততটা হয়নি। কিন্তু প্রথম উইকেট পড়ে যাওয়ার পর বিরাটের ওই ইনিংস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট দেখতে পেয়েছিলেন ফর্মে ফিরে আসছেন বিরাট। বোর্ড প্রেসিডেন্ট এর চোখ ভুল কথা বলেনি তার প্রমান পাওয়া গেল আজকে।
দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল হংকং। ধারে ভারে ভারতের সঙ্গে তুলনা না হলেও, আজকের উইকেট ছিল খুব স্লো। বল পড়ে ব্যাটে আসতে চাইছিল না। রোহিত শর্মা, রাহুলদের বেশ অসুবিধের মধ্যে পড়তে হল। কিন্তু বিরাট আজ শুরু থেকেই যেন রান করার মানসিকতা নিয়ে নেমেছিলেন। প্রথম দিকে একটু সময় নিলেন। তারপর নিজের স্বাভাবিক খেলা শুরু করলেন।
advertisement
যেমন খুচরো রান নিলেন, তেমনই লুজ বল পেলে বাউন্ডারির বাইরে পাঠালেন। ছক্কাও মারলেন। তাকে সহায়তা করলেন সূর্য কুমার। হংকংয়ের অনামী বোলাররা দুর্দান্ত লাইন এবং লেংথ বল করে গেলেন। এই উইকেটে রান করা বেশ কঠিন ছিল। এহসান, মুরতাজ, শুক্লা যথেষ্ট ভাল বল করলেন।
advertisement
𝐅𝐈𝐅𝐓𝐘 for @imVkohli 💪💪
A well made half-century for Virat Kohli. His 31st in T20Is. Live - https://t.co/k9H9a0e758 #INDvHK #AsiaCup2022 pic.twitter.com/QeZsANLiFq — BCCI (@BCCI) August 31, 2022
advertisement
কিন্তু বিরাট কোহলি উইকেটে রইলেন, লড়াই করলেন। সবচেয়ে বড় কথা নিজের অর্ধ শতরান পূর্ণ করলেন। দীর্ঘদিন পর টি টোয়েন্টি ক্রিকেটে হাফ সেঞ্চুরি করলেন কিং কোহলি। অন্যদিকে প্রশংসা করতে হবে সূর্যের। এই ইনিংস পরবর্তী ম্যাচগুলোয় বিরাটকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস দেবে তাতে আশ্চর্যের কিছু নেই।
ভারতীয় ক্রিকেটের জন্য এর চেয়ে ভাল খবর হতে পারে না। দেখে বোঝা যাচ্ছিল কতটা চাপে ছিলেন। গণেশ চতুর্থীর দিন ফর্মে ফিরে বিরাট বুঝিয়ে দিলেন তার ভক্তদের জন্য সুখবর আসছে। সূর্য কুমার যাদব অসাধারন ব্যাট করে ২৬ বলে করলেন ৬৮ ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 31, 2022 9:27 PM IST