Virat Kohli RCB vs GT: স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা, ম্যাচ জিতিয়ে একহাত নিলেন কোহলি

Last Updated:

Virat Kohli IPL 2024: গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে সব সমালোচনার জবাব দিলেন কোহলি। বিরাটের ৪৪ বলে অপরাজিত ৭০ এবং জ্যাকসের অপরাজিত ৪১ বলে ১০০ রানের উপর ভর করে ৪ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে দেয় আরসিবি।

বিরাট কোহলি।
বিরাট কোহলি।
হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৫১ করে ধীরে ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট কোহলি। সব সমালোচনার জবাব দিলেন গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে। বিরাটের ৪৪ বলে অপরাজিত ৭০ এবং জ্যাকসের অপরাজিত ৪১ বলে ১০০ রানের উপর ভর করে ৪ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০০ রান করে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে  মাত্র ১ উইকেট  হারিয়ে ১৬ ওভারেই ২০৬ তুলে দেয় বেঙ্গালুরু। বিরাটের ৪৪ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৩টি ছয় দিয়ে, স্ট্রাইক রেট ছিল ১৫৯.০৯।
advertisement
advertisement
ম্যাচ জিতিয়ে বিরাট কোহলি বলেন, “আমার মনে হয়, যারা আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে এবং আমি স্পিন ভাল খেলতে পারি না বলছে, তারা শুধু সমালোচনাই করতে পারে। কিন্তু আমি আমার কাজটা ভাল বুঝি, আমার কাছে দলের জন্য ম্যাচ জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।” প্রসঙ্গত, ১০ ম্যাচে ৫০০ রান করে কমলা টুপির মালিক এখনও বিরাট কোহলি, দ্বিতীয় স্থানে সঞ্জু স্যামসাং।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli RCB vs GT: স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা, ম্যাচ জিতিয়ে একহাত নিলেন কোহলি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement