Virat Kohli slammed: এবার নিজের রেস্তোঁরা নিয়ে বিপাকে বিরাট, সোশ্যাল মিডিয়ায় তুলোধনা

Last Updated:

বিরাট কোহলির (Virat Kohli) রেস্তোঁরার নাম One8 commune নিয়ে জোর বিবাদ শুরু হয়েছে৷ কোহলি এই রেস্তোঁরার বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে৷ তাঁর রেস্তোঁরার বিরুদ্ধে অভিযোগ যে LGBTQ+ সম্প্রদায়ের লোকের সঙ্গে ভেদভাব করা হয়৷

virat kohli slammed online:  lgbtq group accuses his restaurant one8 commune of discrimination- Photo- PTI
virat kohli slammed online: lgbtq group accuses his restaurant one8 commune of discrimination- Photo- PTI
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) রেস্তোঁরার নাম One8 commune নিয়ে জোর বিবাদ শুরু হয়েছে৷ কোহলি এই রেস্তোঁরার বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে৷ তাঁর রেস্তোঁরার বিরুদ্ধে অভিযোগ যে LGBTQ+ সম্প্রদায়ের লোকের সঙ্গে ভেদভাব করা হয়৷ তাঁদের এই রেস্তোঁরায় ঢোকার অনুমতি নেই৷ বিরাটের এই রেস্তোঁরার ব্রাঞ্চ রয়েছে পুণে, দিল্লি, কলকাতায় রয়েছে৷ LGBTQIA+ সম্প্রদায়ের অধিকার রক্ষাকারী সম্প্রদায়রা ইনস্টাগ্রামে একের পর এক পোস্ট করছেন এই বিষয়ে নিজেদের আপত্তি জানিয়ে৷ তাঁদের বিস্ফোরক অভিযোগ তাঁদের সঙ্গে ভেদভাব করা হচ্ছে৷
advertisement
এই মুহূর্তে বিরাটের বিরুদ্ধে LGBTQIA+ অধিকার ক্ষুন্ন করার অভিযোগে সোশ্যাল মিডিয়া উত্তাল (Virat Kohli Slammed)৷
advertisement
‘Yes, We Exist’ ‘Yes, We Exist’ - এই শীর্ষক একটি গ্রুপের পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে৷ তাতে লেখা রয়েছে,  “LGBTQ+  ও তাদের অতিথিরা বিরাট কোহলির রেস্তোঁরায় নো এন্ট্রি৷ বিরাট পুণে, দিল্লি, আর কলকাতায় One8 commune রেস্তোঁরা চলেছে৷ তার জোমাটোতে লিস্টিংও আছে -  স্ট্যাগরা রেস্তোঁরায় নো এন্ট্রি৷ আমরা ২ সপ্তাহ আগে তাঁকে মেসেজ করেছিলাম, কোনও উত্তর পায়নি৷ আমরা ওঁর পুণে ব্রাঞ্চের রেস্তোঁরার সঙ্গে কথা বলি, তারা আমাদের ফোনে বলেন, রেস্তোঁরায় শুধুমাত্র সিসজেন্ডার স্ত্রী ও পুরুষ এবং সিসজেন্ডার মহিলাদের জন্য৷ সমলিঙ্গের মানুষ ও সমলিঙ্গের পুরুষদের এন্ট্রি নেই৷ ট্রান্স মহিলারা নিজেদের পোশাকের ভিত্তিতে প্রবেশের অধিকার পাবেন৷ ’’
advertisement
advertisement
এই মামলায় যখন দিল্লির রেস্তোঁরার সঙ্গে যোগাযোগ করা হয় তারা কোনও তথ্য দেয়নি৷ কলকাতা ব্রাঞ্চ জানিয়েছে এখানে সবার এন্ট্রি রয়েছে৷ যদিও জোমাটোতে তাদের বুকিং পেজ অন্য কথা বলছে৷ ভারতে এই ধরণের ফ্যান্সি রেস্তোঁরা, বার, ও ক্লাবে LGBTQ- সম্প্রদায়ের সঙ্গে বেশিরভাগ সময়েই ভিন্ন ধরণের ব্যবহার করা হয়৷ বিরাট কোহলিও এই কাজ করছেন৷ এছাড়া এই গ্রুপ জোমাটোকে ইমেল করে জিজ্ঞাসা করেছে বিরাট কোহলি কি একটু সংবেদনশীল হতে পারেন না৷ ’’
advertisement
virat kohli slammed: lgbtq group accuses his restaurant one8 commune of discrimination virat kohli slammed: lgbtq group accuses his restaurant one8 commune of discrimination
LGBTQ+ সম্প্রদায়ের হয়ে যে  আধিকারিকরা প্রশ্ন করেন তাদের বিরুদ্ধে আরোপ তোলার পর বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে৷ ট্যুইটারে এই নিয়ে জোর আলোচনা হচ্ছে৷ ৷ ‘Yes, We Exist’- এর এই তুলকালামের পরে One8 commune-র পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে ,‘‘ রেস্তোঁরা চেন সমস্ত লিঙ্গের মানুষ তাঁদের লিঙ্গের পছন্দের পার্থক্যের ভিত্তিতে স্বাগত করতে বিশ্বাস করে৷ যা আমাদের নাম থেকেই জানা যায়৷ আমরা শুরু করার পর থেকে সমস্ত সম্প্রদায়ের সেবা করেই চলেছি৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli slammed: এবার নিজের রেস্তোঁরা নিয়ে বিপাকে বিরাট, সোশ্যাল মিডিয়ায় তুলোধনা
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement