Virat Kohli slammed: এবার নিজের রেস্তোঁরা নিয়ে বিপাকে বিরাট, সোশ্যাল মিডিয়ায় তুলোধনা

Last Updated:

বিরাট কোহলির (Virat Kohli) রেস্তোঁরার নাম One8 commune নিয়ে জোর বিবাদ শুরু হয়েছে৷ কোহলি এই রেস্তোঁরার বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে৷ তাঁর রেস্তোঁরার বিরুদ্ধে অভিযোগ যে LGBTQ+ সম্প্রদায়ের লোকের সঙ্গে ভেদভাব করা হয়৷

virat kohli slammed online:  lgbtq group accuses his restaurant one8 commune of discrimination- Photo- PTI
virat kohli slammed online: lgbtq group accuses his restaurant one8 commune of discrimination- Photo- PTI
#কলকাতা: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) রেস্তোঁরার নাম One8 commune নিয়ে জোর বিবাদ শুরু হয়েছে৷ কোহলি এই রেস্তোঁরার বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে৷ তাঁর রেস্তোঁরার বিরুদ্ধে অভিযোগ যে LGBTQ+ সম্প্রদায়ের লোকের সঙ্গে ভেদভাব করা হয়৷ তাঁদের এই রেস্তোঁরায় ঢোকার অনুমতি নেই৷ বিরাটের এই রেস্তোঁরার ব্রাঞ্চ রয়েছে পুণে, দিল্লি, কলকাতায় রয়েছে৷ LGBTQIA+ সম্প্রদায়ের অধিকার রক্ষাকারী সম্প্রদায়রা ইনস্টাগ্রামে একের পর এক পোস্ট করছেন এই বিষয়ে নিজেদের আপত্তি জানিয়ে৷ তাঁদের বিস্ফোরক অভিযোগ তাঁদের সঙ্গে ভেদভাব করা হচ্ছে৷
advertisement
এই মুহূর্তে বিরাটের বিরুদ্ধে LGBTQIA+ অধিকার ক্ষুন্ন করার অভিযোগে সোশ্যাল মিডিয়া উত্তাল (Virat Kohli Slammed)৷
advertisement
‘Yes, We Exist’ ‘Yes, We Exist’ - এই শীর্ষক একটি গ্রুপের পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে৷ তাতে লেখা রয়েছে,  “LGBTQ+  ও তাদের অতিথিরা বিরাট কোহলির রেস্তোঁরায় নো এন্ট্রি৷ বিরাট পুণে, দিল্লি, আর কলকাতায় One8 commune রেস্তোঁরা চলেছে৷ তার জোমাটোতে লিস্টিংও আছে -  স্ট্যাগরা রেস্তোঁরায় নো এন্ট্রি৷ আমরা ২ সপ্তাহ আগে তাঁকে মেসেজ করেছিলাম, কোনও উত্তর পায়নি৷ আমরা ওঁর পুণে ব্রাঞ্চের রেস্তোঁরার সঙ্গে কথা বলি, তারা আমাদের ফোনে বলেন, রেস্তোঁরায় শুধুমাত্র সিসজেন্ডার স্ত্রী ও পুরুষ এবং সিসজেন্ডার মহিলাদের জন্য৷ সমলিঙ্গের মানুষ ও সমলিঙ্গের পুরুষদের এন্ট্রি নেই৷ ট্রান্স মহিলারা নিজেদের পোশাকের ভিত্তিতে প্রবেশের অধিকার পাবেন৷ ’’
advertisement
advertisement
এই মামলায় যখন দিল্লির রেস্তোঁরার সঙ্গে যোগাযোগ করা হয় তারা কোনও তথ্য দেয়নি৷ কলকাতা ব্রাঞ্চ জানিয়েছে এখানে সবার এন্ট্রি রয়েছে৷ যদিও জোমাটোতে তাদের বুকিং পেজ অন্য কথা বলছে৷ ভারতে এই ধরণের ফ্যান্সি রেস্তোঁরা, বার, ও ক্লাবে LGBTQ- সম্প্রদায়ের সঙ্গে বেশিরভাগ সময়েই ভিন্ন ধরণের ব্যবহার করা হয়৷ বিরাট কোহলিও এই কাজ করছেন৷ এছাড়া এই গ্রুপ জোমাটোকে ইমেল করে জিজ্ঞাসা করেছে বিরাট কোহলি কি একটু সংবেদনশীল হতে পারেন না৷ ’’
advertisement
virat kohli slammed: lgbtq group accuses his restaurant one8 commune of discrimination virat kohli slammed: lgbtq group accuses his restaurant one8 commune of discrimination
LGBTQ+ সম্প্রদায়ের হয়ে যে  আধিকারিকরা প্রশ্ন করেন তাদের বিরুদ্ধে আরোপ তোলার পর বিরাট কোহলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে৷ ট্যুইটারে এই নিয়ে জোর আলোচনা হচ্ছে৷ ৷ ‘Yes, We Exist’- এর এই তুলকালামের পরে One8 commune-র পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে ,‘‘ রেস্তোঁরা চেন সমস্ত লিঙ্গের মানুষ তাঁদের লিঙ্গের পছন্দের পার্থক্যের ভিত্তিতে স্বাগত করতে বিশ্বাস করে৷ যা আমাদের নাম থেকেই জানা যায়৷ আমরা শুরু করার পর থেকে সমস্ত সম্প্রদায়ের সেবা করেই চলেছি৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli slammed: এবার নিজের রেস্তোঁরা নিয়ে বিপাকে বিরাট, সোশ্যাল মিডিয়ায় তুলোধনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement