যেন স্কুলের দুই পুরনো বন্ধুর দেখা! পাক কিংবদন্তিকে জড়িয়ে ধরলেন কোহলি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli Meets Wasim Akram: যেন দুই বন্ধু দেখা। বহু বছর পর। কাকে জড়িয়ে ধরলেন কোহলি!
#দুবাই: ঠিক যেন স্কুলের দুই পুরনো বন্ধুর দেখা। বহু বছর পর। দেখামাত্রই তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরলেন।
এশিয়া কাপ ২০২২-এ ব্লকবাস্টার ভারত বনাম পাকিস্তান ম্যাচ দুবাইয়ে খেলা হচ্ছে। এই ম্যাচে সকলের চোখ বিরাট কোহলির দিকে। দীর্ঘ এ মাস ছুটি কাটিয়ে মাঠে ফিরেছেন কোহলি। এদিন কোহলি ৩৫ রান করেছেন। তবে শুরুতেই ক্যাচ দিয়ে ফেলেছিলেন।
ম্যাচ শুরুর আগে একটি ছবি বেশ ভাইরাল হচ্ছে। সেই ছবিতে বিরাট কোহলি এবং পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রমকে একসঙ্গে দেখা যাচ্ছে। মাঠে দেখা হওয়া মাত্র আক্রমকে জড়িয়ে ধরলেন কোহলি।
advertisement
advertisement
আরও পড়ুন- Virat Kohli New Look: এশিয়া কাপে নিজের শততম ম্যাচ! নয়া লুকে বিরাট কোহলি
এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্লেয়িং ইলেভেনের ব্যাপারে একটি বড় সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন তিনি। দীনেশ কার্তিককে এদিন ঋষভ পন্থের পরিবর্তে প্রথম একাদশে নেওয়া হয়েছিল।
Virat Kohli hugged Wasim Akram and Irfan Pathan in the ground during the commentary. pic.twitter.com/itfQIwmnde
— Ishika Pandey (@Ishika_Pandey45) August 28, 2022
advertisement
এশিয়া কাপ টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার জন্য দুবাইতে এসেছেন আক্রম। কোহলির সঙ্গে মাঠে দেখা করেন তিনি। তার পরই পরস্পরকে জড়িয়ে ধরেন তাঁরা। তাঁদের সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এর পরে বিরা ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানকেও জড়িয়ে ধরেন। বিরতি থেকে ফিরেছেন এবং ফর্মে ফিরে আসার চেষ্টা করছেন কোহলি। গত বছর একই মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। এদিন ভারতের কাছে কার্যত বদলার ম্যাচ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2022 11:02 PM IST