Virat Kohli New Look: এশিয়া কাপে নিজের শততম ম্যাচ! নয়া লুকে বিরাট কোহলি

Last Updated:

হেয়ার গ্যারেজ নামের স্যাঁলোতে কোহলি নিজের হেয়ারকাট সেরে নেন৷ নিজের নয়া লুক শেয়ারও করেন তিনিও৷

Virat Kohli New Look:
Virat Kohli New Look:
#দুবাই: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের জোর লড়াই তার সঙ্গে আরও স্পেশাল কারণ এটা টি টোয়েন্টিতে বিরাট কোহলির শততম ম্যাচ, তাই একেবারে নয়া লুকে বিরাট কোহলি৷ এর আগে ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি বিশেষ বিশেষ ম্যাচে লুক চেঞ্জ করতেন হেয়ার স্টাইল দিয়ে৷ এবার কি বিরাট কোহলিও সেই পথেই হাঁটবেন নাকি৷
দীর্ঘদিন ধরে বিরাট কোহলি ফর্মে নেই৷  দীর্ঘ সময় ক্রিকেটও খেলছেন না কোহলি৷ সেই ব্রেক কাটিয়ে এশিয়া কাপে দলে ফিরেছেন কোহলি৷ এই ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে শততম ম্যাচ খেলা হয়ে যাবে বিরাট কোহলির৷ ভারতীয় ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মার টি টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশ সংখ্যক ম্যাচ খেলেছেন৷ তিনি মোট ১৩২ টি ম্যাচ খেলেছেন৷ এই হাইভোল্টেজ ম্যাচে কোহলি নিজের বিশেষ লুক তৈরি করেছেন৷ তিনি ম্যাচের একদিন আগে দুবাইতে হেয়ার স্যাঁলোতে যান৷
advertisement
advertisement
হেয়ার গ্যারেজ নামের স্যাঁলোতে কোহলি নিজের হেয়ারকাট সেরে নেন৷ নিজের নয়া লুক শেয়ারও করেন তিনিও৷ আর হেয়ার গ্যারেজও তাঁর ছবি শেয়ার করে নিজেদের অফিসিয়াল হ্যান্ডেলে৷
advertisement
দেখে নিন নয়া লুক
View this post on Instagram

A post shared by Hair Garage (@hair.garage)

advertisement
বিরাট কোহলি নয়া লুক দিয়েছেন যে হেয়ার স্টাইলিশ তাঁকে ধন্যবাদ জানান কোহলি৷ বিরাট কোহলি বিভিন্ন সময়েই নিজের লুক বদল করেন৷ তাঁর ফ্যানরাও অনেক সময়েই তাঁর হেয়ারস্টাইল ফলো করেন৷ কোহলি এক মাসের বিশ্রামের পর ফের মাঠে নামলেন৷ শনিবার বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে কোহলি জানিয়েছেন তিনি দীর্ঘ সময় অবসরের পর মাঠে ফিরে তরতাজা অনুভব করছেন৷ তিনি মানসিক ভাবে ভাল ছিলেন না বলেই ক্রিকেট থেকে এই ব্রেক নিয়েছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli New Look: এশিয়া কাপে নিজের শততম ম্যাচ! নয়া লুকে বিরাট কোহলি
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement