Virat Kohli New Look: এশিয়া কাপে নিজের শততম ম্যাচ! নয়া লুকে বিরাট কোহলি

Last Updated:

হেয়ার গ্যারেজ নামের স্যাঁলোতে কোহলি নিজের হেয়ারকাট সেরে নেন৷ নিজের নয়া লুক শেয়ারও করেন তিনিও৷

Virat Kohli New Look:
Virat Kohli New Look:
#দুবাই: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের জোর লড়াই তার সঙ্গে আরও স্পেশাল কারণ এটা টি টোয়েন্টিতে বিরাট কোহলির শততম ম্যাচ, তাই একেবারে নয়া লুকে বিরাট কোহলি৷ এর আগে ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি বিশেষ বিশেষ ম্যাচে লুক চেঞ্জ করতেন হেয়ার স্টাইল দিয়ে৷ এবার কি বিরাট কোহলিও সেই পথেই হাঁটবেন নাকি৷
দীর্ঘদিন ধরে বিরাট কোহলি ফর্মে নেই৷  দীর্ঘ সময় ক্রিকেটও খেলছেন না কোহলি৷ সেই ব্রেক কাটিয়ে এশিয়া কাপে দলে ফিরেছেন কোহলি৷ এই ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে শততম ম্যাচ খেলা হয়ে যাবে বিরাট কোহলির৷ ভারতীয় ক্রিকেটের অধিনায়ক রোহিত শর্মার টি টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশ সংখ্যক ম্যাচ খেলেছেন৷ তিনি মোট ১৩২ টি ম্যাচ খেলেছেন৷ এই হাইভোল্টেজ ম্যাচে কোহলি নিজের বিশেষ লুক তৈরি করেছেন৷ তিনি ম্যাচের একদিন আগে দুবাইতে হেয়ার স্যাঁলোতে যান৷
advertisement
advertisement
হেয়ার গ্যারেজ নামের স্যাঁলোতে কোহলি নিজের হেয়ারকাট সেরে নেন৷ নিজের নয়া লুক শেয়ারও করেন তিনিও৷ আর হেয়ার গ্যারেজও তাঁর ছবি শেয়ার করে নিজেদের অফিসিয়াল হ্যান্ডেলে৷
advertisement
দেখে নিন নয়া লুক
View this post on Instagram

A post shared by Hair Garage (@hair.garage)

advertisement
বিরাট কোহলি নয়া লুক দিয়েছেন যে হেয়ার স্টাইলিশ তাঁকে ধন্যবাদ জানান কোহলি৷ বিরাট কোহলি বিভিন্ন সময়েই নিজের লুক বদল করেন৷ তাঁর ফ্যানরাও অনেক সময়েই তাঁর হেয়ারস্টাইল ফলো করেন৷ কোহলি এক মাসের বিশ্রামের পর ফের মাঠে নামলেন৷ শনিবার বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে কোহলি জানিয়েছেন তিনি দীর্ঘ সময় অবসরের পর মাঠে ফিরে তরতাজা অনুভব করছেন৷ তিনি মানসিক ভাবে ভাল ছিলেন না বলেই ক্রিকেট থেকে এই ব্রেক নিয়েছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli New Look: এশিয়া কাপে নিজের শততম ম্যাচ! নয়া লুকে বিরাট কোহলি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement