Ind vs Pak: ‘মন্তর ফুঁকলেন’ বাবর আজম, দলকে চাঙ্গা করতে ‘এই’ সব কথা বলেন, দেখুন ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বাবর পেসারদের থেকে উপহার চেয়েছেন৷
#দুবাই: সারা পৃথিবী জুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখ এখন যেখানে তাহল ভারত বনাম পাকিস্তানের ম্যাচ৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছে ধুন্ধুমার৷ এশিয়া কাপে নিজের নিজের প্রথম ম্যাচ খেলছে ভারতীয় দল৷ ফলে এশিয়ার কাপের মোমেন্টাম সেট করতে জয় দিয়ে অভিযান শুরু করতে চাইবে দুই দেশই৷
পাকিস্তান অধিনায়ক বাবর আজম অবশ্য অধিনায়ক হিসেবে মাঠে না পারফর্ম করলেও দলকে চাঙ্গা করার জন্য দারুণ পেপটক দিয়েই মাঠে নামিয়েছেন পাকিস্তানি সেনাদের৷
নিজের দলের প্লেয়ারদের কি মন্ত্র দিয়ে মাঠে নামিয়েছিলেন বাবর আজম তা পিসিবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে জানিয়েছে৷
advertisement
আরও পড়ুন - Ind vs Pak: ভারত বনাম পাকিস্তান ম্যাচ দুই দলে কোন কোন প্লেয়ার খেলছেন, দেখে নিন প্লেয়িং ইলেভেন
advertisement
দেখে নিন বাবর আজমকে দলকে চাঙ্গা করার মন্ত্র৷
"𝘈𝘱𝘱𝘭𝘺 𝘸𝘩𝘢𝘵 𝘺𝘰𝘶 𝘩𝘢𝘷𝘦 𝘱𝘳𝘦𝘱𝘢𝘳𝘦𝘥 𝘢𝘯𝘥 𝘺𝘰𝘶 𝘸𝘪𝘭𝘭 𝘨𝘦𝘵 𝘵𝘩𝘦 𝘳𝘦𝘴𝘶𝘭𝘵𝘴" 🔊🔛 Listen to the encouraging words from our captain 👏 #AsiaCup2022 | #BackTheBoysInGreen pic.twitter.com/odSavfgKO6
— Pakistan Cricket (@TheRealPCB) August 27, 2022
advertisement
অধিনায়কদের পেপটক দলকে চাঙ্গা করার জন্য দারুণভাবে কাজ করে৷ বাবর ক্রিকেটারদের বলেন, ‘‘আপনার ভারতের বিরুদ্ধে গত ম্যাচের কথা মনে করুন৷ আমরা যে বডি ল্যাঙ্গোয়েজ এবং জোশ নিয়ে বিশ্বকাপে খেলেছিলাম সেটাকে মনে কর৷ আপনারা যেই ওই ম্যাচের বিষয়ে ভাববেন তাহলে প্রস্তুতি সঠিক দিশায় নিজের থেকেই হতে পারবে৷ আপনাদের নিজেদের আত্মবিশ্বাস বেড়ে যাবে৷ আপনি নেটে যে ভাবনার সঙ্গে অনুশীলন করবেন তাই মাঠে দেখা যাবে৷ এই জন্যে বারবার ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের কথা মনে করে পোক্ত প্রস্তুতি সারুন৷’’
advertisement
বাবর পেসারদের থেকে উপহার চেয়েছেন৷
এরপর বাবর আজম ভিডিওতে আরও বলেছেন তিনি পেসারদের থেকে উপহার চান৷ তিনি বলেন , ‘‘আমি জানি আমাদের প্রধান পেসার শাহিন আফ্রিদি আমাদের সঙ্গে নেই৷ বিশেষ করে বাকি পেসাররা শাহিন আফ্রিদির অভাব অনুভব করতে দেবেন না৷ যেভাবে তাঁরা পাকিস্তানের হয়ে পারফর্ম করেছেন তাতে এমন কিছু করে দেখাবেন৷ যাতে শাহিনের অভাব অনুভূত হবে না যাতে দলের বোলিং দুর্বল না হয়ে যায়৷ ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে খেলতে হবে৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2022 8:25 PM IST