দামি জিনিস হারিয়েছে বিরাট কোহলির! স্বান্তনা দিতে 'ভাবী'কে নিয়ে মশকরা জোম্যাটোর!
- Published by:Suman Majumder
Last Updated:
Zomato response to virat kohli: বিরাট কোহলির মন খারাপ কমতে পারে কীসে, জানাল জোম্যাটো।
মুম্বই: বিরাট কোহলি ফোন হারিয়ে ফেলেছেন! আর সে কথা তিনি জানালেন টুইট করে। সব থেকে অবাক করা কাণ্ড, বিরাট কোহলি ফোন আনবক্সিং করার আগেই হারিয়ে ফেলেছেন।
বিরাট টুইট করে লিখেছেন, আনবক্সিং-এর আগেই ফোন হারিয়ে ফেললাম। এর থেকে দুঃখের আর কী হতে পারে! কেউ কি আমার ফোনটা দেখেছেন? যদিও অনেকেই মনে করছেন, বিরাট কোহলির এই টুইট আসলে বিজ্ঞাপনী চমক। নতুন কোনও প্রোডাক্ট-এর জন্যই তিনি এমন টুইট করেছেন।
আরও পড়ুন- 'ওকে একটা থাপ্পড় মারতে চাই', ঋষভ পন্থকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য কপিল দেবের
স্মার্টফোন ছাড়া এখন আমাদের একটা দিনও হয়তো কাটানো কঠিন। গোটা দুনিয়াটাই যেন এখন স্মার্টফোনে বন্দি! এমন পরিস্থিতিতে কোহলি ফোন হারিয়ে ফেললে তা সত্যিই চিন্তার বিষয়।
advertisement
advertisement
বৃহস্পতিবারই থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি। তার আগে ফোন হারিয়ে কোহলির মন খারাপ। এমন পরিস্থিতিতে বিরাটের মন ভাল করার চেষ্টা করল জোম্যাটো। আর সেটা করতে গিয়ে তাঁরা অনুষ্কা শর্মাকে টেনে মশকরাও করল।
কোহলির টুইটের জবাবে জোম্যাটো লিখল, “আপনি নিসঙ্কোচে ভাবির (অনুষ্কা শর্মা) স্মার্টফোন থেকে আইসক্রিম অর্ডার করতে পারেন। সেটা আপনার মনের কষ্ট কমাতে পারে কিছুটা।”
advertisement
আইসক্রিম খেয়ে কোহলির মন খারাপ কমতে পারে। তাই তাঁকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি মজার ছলে নিজেদের প্রচার সেরে ফেলল জোম্যাটো। তাদের এই টুইট দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
feel free to order ice cream from bhabhi's phone if that will help
— zomato (@zomato) February 7, 2023
advertisement
আরও পড়ুন- দ্রাবিড়ের নির্দেশ, নাগপুরে প্রথম থেকেই ঘূর্ণিঝড়ের সামনে পড়বে অস্ট্রেলিয়া
এসবের মাঝে এখনও জানা যায়নি, কোহলি তাঁর ফোন খুঁজে পেয়েছেন কিনা! তবে ব্যাপারটা নেহাত বিজ্ঞাপনী চমক হলে বিরাট কোহলি হয়তো নিজেই সেটা ফের টুইট করে জানাবেন!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 6:09 PM IST