#সেঞ্চুরিয়ান: ২৬ বছরেও লজ্জা কাটল না। সেঞ্চুরিয়নে ১৩৫ রানে হার ভারতের। এক টেস্ট বাকি থাকতেই সিরিজ দক্ষিণ আফ্রিকার। রোহিতের ৪৭ ছাড়া প্রতিরোধের চিহ্ন নেই। ফের রান-আউটে লজ্জার নজির পূজারার। উইকেট ছুঁড়ে খলনায়ক পাণ্ডিয়া। টেস্ট আবির্ভাবেই ভারতকে ধ্বংস করে ম্যাচের সেরা লুঙ্গি।
কেপটাউনের পর সেঞ্চুরিয়ানেও হার ৷ টেস্ট সিরিজ হাতছাড়া ৷ এবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় অধরাই ভারতের ৷ সিরিজ হারের পর সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ককে যে ভালমতোই বাউন্সার সামলাতে হবে, তা তিনি ভালমতোই জানতেন ৷ কিন্তু তাঁর নাম বিরাট কোহলি ৷ মাঠের মধ্যে হোক কিংবা বাইরে, রাগে মাথা গরম করে কিছু করা বা বলে ফেলাটা, তাঁর বরাবরেরই অভ্যাস ৷ এবারও তার অন্যথা হয়নি ৷ বুধবার সেঞ্চুরিয়ানে সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে মাথা গরম করে বসলেন ভারত অধিনায়ক ৷
টিম ইন্ডিয়ার সেরা প্রথম একাদশ কোনটা হতে পারত ? এই প্রশ্নের উত্তরে কোহলি আর মাথা ঠিক রাখতে পারেননি ৷ তিনি বলেন, ‘‘ আমরা যদি মাচটা জিততাম, তাহলে এই দলকেই সেরা একাদশ বলা হত ৷ টিমের প্রথম এগারো ম্যাচের রেজাল্ট দিয়ে আমরা ঠিক করি না ৷ আপনি আমায় বলছেন যে সেরা ১১ জনের টিম আমরা নামাতে পারতাম !! তাহলে আপনিই বলে দিন, সেরা প্রথম একাদশ কোনটা ? ’’
কেপটাউন এবং সেঞ্চুরিয়ান, দু’টো টেস্টেই অজিঙ্কা রাহানেকে খেলানো হয়নি ৷ তাঁর জায়গায় রোহিত শর্মাকে খেলানো হয়েছে ৷ ভারতীয় দলের নির্বাচন ঘিরেও তাই প্রশ্ন উঠেছে ৷ এপ্রসঙ্গে কোহলি বলেন, ‘‘ আমি মানছি যে কোনও হারই যথেষ্ট বেদনাদায়ক ৷ কিন্তু অনেক কিছু ভেবেই একটা সিদ্ধান্ত নিতে হয় ৷ কোনও ক্রিকেটার একটা ম্যাচে খারাপ খেললেই তাঁকে খারাপ বলা সম্ভব নয় এই পর্যায়ের খেলায় ৷ আমরা কি কখনও দেশের মাটিতে সেরা ১১ জনের দল নিয়ে হারিনি ? যাঁকেই দলে নেওয়া হয়, তিনি দলের কাজে আসতে পারেন বলেই নেওয়া হয় ৷ তাই আমাদের টিমও যথেষ্ট বড় ৷ তাঁরা প্রত্যেকেই যথেষ্ট ভাল ক্রিকেটার ৷ আপনি কখনই কাউকে উদ্দেশ্য করে বলতে পারেন না, যে এরাই সেরা ৷ আমরা এর আগেও বহু ম্যাচ এমন এমন দলের সঙ্গে খেলে জিতেছি যাদের দেখে মনে হয়েছিল দারুণ ৷ ’’
‘টিম ইন্ডিয়া’-র হারের পিছনে কারা দায়ী ? এই প্রশ্নের উত্তরে বিরাট বলেন, ‘‘বোলাররা নিজেদের কাজটা করে দিয়েছিল। ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই আমাদের হারের মুখ দেখতে হল। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ করে দেওয়ার পরে আমাদের লিড নেওয়া উচিৎ ছিল। কিন্তু ব্যাটসম্যানরা হতাশ করেছে। এগিয়ে থাকার সুযোগ আমরা নষ্ট করেছি। দ্বিতীয় ইনিংসেও আমাদের ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেনি।’’
নিজের সেঞ্চুরি নিয়ে কোহলি বলেন, ‘‘ আমরা যদি ম্যাচটা জিততাম তাহলে আমার ইনিংসটার গুরুত্ব থাকত। কিন্তু ম্যাচটা যে আমরা হেরে গিয়েছি। তাই ব্যক্তিগত সাফল্যের কোনও গুরুত্ব নেই বলেই আমি মনে করি। দক্ষিণ আফ্রিকা সব দিক দিয়েই আমাদের থেকে এগিয়ে।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, Press Conference, South Africa, Virat Kohli