টি-২০ ক্রিকেটে লাগাতার কোহলি রাজ, সকলের থেকে অনেক এগিয়ে বিরাট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
২০২২ টি-২০ বিশ্বকাপে প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরার হয়েছেন বিরাট কোহলি। একইসঙ্গে টি-২০ ক্রিকেট লাগাতার দেশের হয়ে কথা বলেছে বিরাটের ব্যাট।
#মুম্বই: খারাপ সময় কাটিয়ে ফের নিজের চেনা ছন্দে ফিরেছেন বিরাট কোহলি। মাঝে তিনটি বছর ব্যাটে রানের খরা ছিল প্রাক্তন ভারত অধিনায়কের। তার দলে থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। এশিয়া কাপ থেকে কামব্যাক করেন বিরাট। আফগানিস্তানের বিরুদ্ধে আসে বহু প্রতীক্ষিত শতরান। আর টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনিই এখনও 'কিং কোহলি'।
টি-২০ ক্রিকেটের বিগত ১০ বছরে বড় প্রতিযোগিতাগুলির পরিংখ্যানও কিন্তু বিরাট কোহলির পক্ষে। ২০১২ থেকে ২০২২ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে কেবল একবার বাদে বিরাট কোহলি প্রতিবার সর্বোচ্চ স্কোরার। শুধুমাত্র ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ১৯৪ রান করছিলেন কেএল রাহুল। বাকি প্রায় সবকটি প্রতিযোগিতাতেই সকলের থেকে অনেক এগিয়ে বিরাট কোহলি।
advertisement
২০১২ সালের টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলি ৫ ম্যাচে ১৮৫ রান করেছিলেন বিরাট কোহলি। এছাড়া ২০১৪ সালে ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটে বিরাট কোহলি করেছিলেন ৬ ম্যাচে ৩১৯ রান। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ২৭৩ রান করেছিলেন বিরাট। চলতি বছরে এশিয়া কাপে ২৭৬ রান এসেছিল কোহলির ব্যাটে। আর ২০২২ টি২০ বিশ্বকাপে ২৯৬ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন বিরাট কোহলি।
advertisement
advertisement
২০১৪ ও ২০১৬ টি-২০ বিশ্বকাপেও সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন কোহলি। প্রথম ব্যাটার হিসেব টি-২০ বিশ্বকাপে ৩ বার সর্বোচ্চ স্কোরার হলেন বিরাট। টি-২০ বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ স্কোরার বিরাট কোহলি। মাহেলা জয়াবর্ধনেকে এই টপকে এই বিশ্বকাপেই শীর্ষস্থান দখল করেছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপ কেরিয়ারে বিরাট কোহলি মোট ২৭ ম্যাচে বিরাট কোহলির মোট রান ১১৪১। ফলে এই পরিসখ্যান থেকেই প্রমাণিত ২০ ওভারের ফর্ম্যাটেও বিরাট কোহলি কতটা সফল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 6:25 PM IST