শামি-আখতারের 'ট্যুইট যু্দ্ধে' আসরে নামলেন আফ্রিদি, ভারতীয় পেসারের বিরুদ্ধে দাগলেন তোপ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ভারতের হারের পর ট্যুইট করেছিলেন শোয়েব আখতার। ফাইনালে পাকিস্তান হারের পর পাল্টা দিয়েছিলেন মহম্মদ শামি। এবার আসরে নেমে শামিকে একহাত নিলেন শাহিদ আফ্রিদি।
#করাচি: টি-২০ বিশ্বকাপ ভারত বনাম পাকিস্তানের স্বপ্নের ফাইনাল না হলেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে কিন্তু বাকযুদ্ধ কিন্তু কমছে না। বিশেষ করে শোয়েব আখতার ও মহম্মদ শামির 'ট্যুইট যুদ্ধ' কিন্তু বেশ উত্তাপ বাড়িয়েছে নেট দুনিয়ায়। সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের পর ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছিলেন শোয়েব আখতার। আর ফাইনালে পাকিস্তান হারের পর শোয়েবকে পাল্টা দিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। এই ইস্যুতে এবার আসরে নামলেন শাহিদ আফ্রিদিও।
টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় দলকে। তারপর ট্যুইটারে শোয়েব আখতার হৃদয় ভাঙার ইমোজি শেয়ার করেছিলেন। তাছাড়া এর আগেও একাধিকবার ভারতীয় দলের সমালোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এরপর ফাইনালে বেন স্টেকস উইনিং শট নেওয়ার পরই আখতারে ট্যুইটে প্রতিক্রিয়া দিয়ে শামি লেখেন, ‘দুঃখিত ভাই। এটাকে কর্মা বলে'। সঙ্গে তিনটি ভাঙা হৃদয়ের ইমোজি। শামি বুঝিয়ে দেন কর্মফল ভোগ করতে হচ্ছে আখতারকে।
advertisement
Sorry brother It’s call karma 💔💔💔 https://t.co/DpaIliRYkd
— Mohammad Shami (@MdShami11) November 13, 2022
advertisement
শামির এই প্রতিক্রিয়া ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে একটি টিভি চ্যানেলের শো-তে শামি প্রসঙ্গে শাহিদ আখতার বলেন, ‘আমরা যারা ক্রিকেটার, তারা রোল মডেল। আমাদের চেষ্টা করা উচিত বিতর্ক থেকে দূরে সরে থাকা। আমরা একে অপরের প্রতিবেশী। এমন কিছু হওয়া ঠিক নয়, যেটা মানুষের মনে ঘৃণার জন্ম দেয়। যদি আমরা এমনটা করি, তবে সাধারাণ মানুষের থেকে কী আশা করা হবে।’
advertisement
এছাড়াও শাহিদ আফ্রিদি ওই অনুষ্ঠানে বলেন, ‘কেউ যদি অবসরপ্রাপ্ত খেলোয়াড় হয়ে থাকে, তখনও এই সব করা ঠিক নয়। আর তুমি তো বর্তমানে টিমে খেলছো। তাই এই সব বিষয় এড়িয়ে চলাই ভালো।’ ফলে শামি ও আখতারের ট্যুইট যুদ্ধ নিয়ে এমনিতেই সরগরম ছিল পরিস্থিতি। এবার আফ্রিদির মন্তব্য সেই আগুনে আরও কিছুটা ঘি পড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 2:24 PM IST