বিরাট কোহলির বিরুদ্ধে ফিল্ডিংয়ে 'চুরি'র অভিযোগ! বাংলাদেশ বলছে, 'আম্পায়ার চুর'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli Fake Fielding: এমন কাজ করলেন বিরাট কোহলি! বাংলাদেশ তো জিতে যেতে পারত!
#অ্যাডিলেড: বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারতীয় দল। অ্যাডিলেডে খেলা এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত ৬ উইকেটে ১৮৪ রান করেছিল। পরে বৃষ্টির কারণে ১৬ ওভারে ১৫১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ৬ উইকেটে ১৪৫ রান তোলে। এদিকে, টিম ইন্ডিয়ার ব্যাটার বিরাট কোহলির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাঁর বিরুদ্ধে 'ভুয়া ফিল্ডিংয়ের' অভিযোগ উঠেছে।
আরও পড়ুন- অর্শদীপ নিয়ে দিলখোলা প্রশংসা আক্রম, ওয়াকারদের! মাটিতেই পা ভারতীয় পেসারের
বাংলাদেশের কাছে হারের পর বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ তোলেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান। নুরুলের মতে, আম্পায়ার বিরাটের 'ভুয়া ফিল্ডিং' উপেক্ষা করেছেন। তা না হলে পেনাল্টি হিসেবে অতিরিক্ত পাঁচ রান পেত বাংলাদেশ। জানিয়ে রাখি, বাংলাদেশ মাত্র ৫ রানে হেরেছে। ফলে নুরুলের অভিযোগ যদি সঠিক বলে ধরা হত, তা হলে অবশ্যই বাংলাদেশ জিতে যেত।
advertisement
advertisement
বাংলাদেশের হয়ে অপরাজিত ২৫ রান করা নুরুল হাসান ম্যাচের পর বলেছিলেন, ফেক ফিল্ডিং-এর জন্য বাংলাদেশের পেনাল্টি হিসেবে ৫ রান পাওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, 'আমরা দেখলাম মাটি ভিজে গিয়েছে। তার উপর ফেক ফিল্ডিং। তাতে পেনাল্টি হিসেবে আমাদের আরও পাঁচ রান দেওয়া উচিৎ ছিল। ম্যাচটা তা হলে আমাদেরই জেতার কথা ছিল।
advertisement
বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারে ঘটনাটি ঘটেছিল। বাংলাদেশের ওপেনার লিটন দাস খেলেন অক্ষর প্যাটেলকে। তখনই পয়েন্টে ফিল্ডিং করা বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেন বলে অভিযোগ।
Law 41.5.1 states: “It is unfair for any fielder wilfully to attempt, by word or action, to distract, deceive or obstruct either batsman after the striker has received the ball,”
— Kaushik Jegadeesan (@kaushik0803) November 2, 2022
5 runs should have been awarded to Bangladesh here pic.twitter.com/t1a6Q0femn
advertisement
ডিপে ফিল্ডিং করা অর্শদীপ সিং বলটি ধরে উইকেটরকিপারের দিকে ছুড়ে দেন। সেই সময় কোহলিও উইকেটে বল ছুঁড়ে দেওয়ার ভান করেন। কিন্তু আম্পায়ার তা খেয়াল করেননি। ফলে ফিল্ড আম্পায়ার ইরাসমাস ও ক্রিস ব্রাউন কোনো ব্যবস্থা নেননি।
ক্রিকেট সংক্রান্ত নিয়মে উল্লেখ (41.5.1)। যদি ফিল্ডিং করা দল ইচ্ছাকৃতভাবে ব্যাটারকে বাধা দেয়, বিভ্রান্ত করে তবে ব্যাটিং করা দল পাঁচ রান অতিরিক্ত হিসেবে পেতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 1:47 PM IST