রিজওয়ানের সিংহাসন ছিনিয়ে নিলেন সূর্যকুমার, আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতীয় ব্যাটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
লাগাতার ভালো ব্যাটিংয়ের পুরস্কার। টি-২০ বিশ্বকাপের মাঝেই আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন সূর্যকুমার যাদব।
#অ্যাডিলেড: টি-২০ ক্রিকেটে অভিষেকের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে ভারতীয় ক্রিকেট দলের 'মিস্টার ৩৬০ ডিগ্রি' সূর্যকুমার যাদবের। তার মাঠের চারিদিকে শট খেলার দক্ষতা, বিধ্বংসী ব্যাটিং অল্প সময়েই বন্দিত হয়েছে ক্রিকেট বিশ্বে। চলতি টি-২০ বিশ্বকাপেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। আইসিসি র্যাঙ্কিংয়েও ক্রমাগত প্রতিপক্ষদের পেছনে ফেলে উপরের দিকে উঠছিলেন। এবার টি-২০ ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন সূর্যকুমার যাদব।
পাকিস্তানের মহম্মদ রিজওয়ান আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে ছিলেন। তাকে পেছনে ফেলে সিংহাসন দখল করলেন সূর্যকুমার যাদব। টি-২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করারপ পরই ক্রমতালিকায় শীর্ষে পৌছে গেলেন ভারতীয় ব্যাটার। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৮৬৩। দ্বিতীয় স্থানে থাকা মহম্মদ রিজওয়ানের পয়েন্ট ৮৪২। তৃতীয় স্থানে ডেভন কনওয়ে, চতুর্থ বাবর আজম ও পঞ্চম এডেন মার্করাম। প্রথম দশে দ্বিতীয় ভারতীয় হিসেবে দশম স্থানে রয়েছেন বিরাট কোহলি।
advertisement
advertisement
প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে শুধু পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর করতে ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার। ১৫ করেছিলেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ৪০ বলে ৬৮ রানের অনবদ্য ব্যাটিং, বাংলাদেশের বিরুদ্ধে ১৬ বলে ৩০ রানের ঝোড়ে ইনিংস খেলেন সূর্য। বিশ্বকাপের আগামি ম্যাচগুলিতেও এইভাবেই সূর্যের ব্যাটে রানের বিকিরণ দেখার অপেক্ষায় ভারতীয় ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 10:01 AM IST