Virat Kohli: 'এবার তুমি ডায়াপার বদলাতে যাও'! আইপিএল জয়ের পর কাকে এমন কটাক্ষ করলেন কোহলি?

Last Updated:

Virat Kohli: আইপিএল জয়ের পর বুধবার ভোরে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন বিরাট কোহলি। একটি পোস্টের মাধ্যমে তিনি তাঁর দলেরই এক খেলোয়াড়কে মজা করে কটাক্ষ করেন।

News18
News18
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছে বিরাট কোহলি ও আরসিবির। বহু প্রতীক্ষার পর অবশেষে ঘরে এসেছে আইপিএল ট্রফি। ফাইনালে ৬ রানে পঞ্জাবকে হারানোর কোহলির আবেগের বিস্ফোরণ দেখেছে ক্রিকেট দুনিয়া। সারা রাত সেলিব্রেশনে মাতেন আরসিবি প্লেয়াররা।
আইপিএল জয়ের পর বুধবার ভোরে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হন বিরাট কোহলি। একটি পোস্টের মাধ্যমে তিনি তাঁর দলেরই এক খেলোয়াড়কে মজা করে কটাক্ষ করেন। তাঁকে ‘ডায়াপার বদলানোর’ পরামর্শ দেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। আসলে, বিরাট কোহলি তার সতীর্থ ফিল সল্টকে উদ্দেশ করে বলেন, “সাবাশ বন্ধু… এখন ফিরে গিয়ে তোমার ঝামেলায় মন দাও এবং ডায়াপার বদলানোর জন্য প্রস্তুত হও।” পুরোটাই মজের ছলে বলেন কোহলি। কারণ, ফিল সল্ট মাত্র দুই দিন আগে বাবা হয়েছেন। তাঁর স্ত্রী সদ্য একটি সন্তানের জন্ম দিয়েছেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে ফিল সল্টের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। মাত্র ১৬ রান করেই তিনি আউট হয়ে যান। তবে জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি বিরাট। মাঠেই হাঁটু গেড়ে বসে পড়ে চোখের জল ফেলেন। সেই দৃশ্য দেখে আরসিবি ভক্তদের চোখেও জল আসে। তিনবার ফাইনালে হেরে যাওয়ার যন্ত্রণাও যেন মিলিয়ে যায় এই আনন্দের অশ্রুতে।
advertisement
ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, আরসিবি প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে তোলে ১৯০ রান। যার মধ্যে বিরাট কোহলি ৩৫ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জবাবে রান তাড়া করতে নেমে ৬ রান দূরে থামে পঞ্জাব কিংস।
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: 'এবার তুমি ডায়াপার বদলাতে যাও'! আইপিএল জয়ের পর কাকে এমন কটাক্ষ করলেন কোহলি?
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement