কোহলির কিশোর-স্মরণ, হলফ করে বলা যায় বিরাটকে এই রূপে আগে কখনও দেখেননি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের বাংলো 'গৌরী কুঞ্জ' এখন কোহলির ঝা চকচকে রেস্তরাঁ৷ বাংলোর একাংশ লিজ নেওয়ার সময় কিছু দিন আগেই শিরোনামে এসেছিল সেই খবর৷
#মুম্বই: ক্রিকেটার নন, এবারে একেবারে নতুন রূপে ধরা দিলেন বিরাট কোহলি। এর আগে তাঁকে বিভিন্ন বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছে, কিন্তু গায়ক বা খাবার পরিবেশক হিসেবে দেখেছেন কখনও? কিশোর কুমারের মৃত্যুদিনে সেই সমস্ত অবতারে হাজির অনুষ্কা শর্মার স্বামী।
নতুন রেস্তরাঁ খুলেছেন বিরাট। এখন তিনি রেস্তরাঁ-মালিক। গান গাইলেন। খাবার পরিবেশন করলেন। আর তাঁর অতিথি মণীশ পাল। তাঁর রেস্তরাঁয় এসে ঘুরে দেখলেন কমেডিয়ান। তার পরে খাবারও চেখে দেখলেন তিনি। কী কী ধরনের খাবার পাওয়া যাবে, তা-ও জানালেন বিরাট।
advertisement
advertisement
মণীশের সঙ্গে আড্ডা দিতে দিতে কিশোর কুমারের 'মেরি মেহবুবা' গেয়ে শোনালেন। মণীশকে আবার চপস্টিক দিয়ে খাবার খাওয়ার কথা বললেন। কিন্তু মণীশ বলে কথা! তাঁর কাণ্ড দেখে হেসে উঠলেন বিরাট। চপস্টিক দিয়ে খাবার তুললেন বটে, কিন্তু পরমুহূর্তে হাত ব্যবহার করে মুখে ঢোকালেন খাবার। চপস্টিক দিয়ে খাবার খাওয়া অত সহজ নাকি!
advertisement
মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের বাংলো 'গৌরী কুঞ্জ' এখন বিরাট কোহলির ঝা চকচকে রেস্তরাঁ৷ বাংলোর একাংশ লিজ নেওয়ার সময় কিছু দিন আগেই শিরোনামে এসেছিল সেই খবর৷ এ বার অনুরাগীদের জন্য রেস্তরাঁর বিভিন্ন ঝলক শেয়ার করলেন কোহলি৷

advertisement
প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন তিনি নিজের কিশোরকুমারের গানের বড় ভক্ত৷ গায়কের বাংলোয় তাঁর ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁয় থাকবে সব রকমের খাবার৷ ৮ অক্টোবর থেকে জুহুতে খুলেছে এই রেস্তরাঁ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2022 3:52 PM IST