কিশোর কুমারের বাংলো গৌরী কুঞ্জে তৈরি হচ্ছে কোহলির বিলাসবহুল রেস্তরাঁ, দেখুন ছবি

Last Updated:
Virat Kohli Restaurant: প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন তিনি নিজের কিশোরকুমারের গানের বড় ভক্ত৷ গায়কের বাংলোয় তাঁর ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁয় থাকবে সব রকমের খাবার
1/6
মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের বাংলো ‘গৌরী কুঞ্জ’ এখন বিরাট কোহলির ঝা চকচকে রেস্তরাঁ৷ বাংলোর একাংশ লিজ নেওয়ার সময় কিছু দিন আগেই শিরোনামে এসেছিল সেই খবর৷ এ বার অনুরাগীদের জন্য রেস্তরাঁর কিছু ঝলক শেয়ার করলেন কোহলি৷ প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন তিনি নিজের কিশোরকুমারের গানের বড় ভক্ত৷ গায়কের বাংলোয় তাঁর ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁয় থাকবে সব রকমের খাবার৷
মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের বাংলো ‘গৌরী কুঞ্জ’ এখন বিরাট কোহলির ঝা চকচকে রেস্তরাঁ৷ বাংলোর একাংশ লিজ নেওয়ার সময় কিছু দিন আগেই শিরোনামে এসেছিল সেই খবর৷ এ বার অনুরাগীদের জন্য রেস্তরাঁর কিছু ঝলক শেয়ার করলেন কোহলি৷ প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন তিনি নিজের কিশোরকুমারের গানের বড় ভক্ত৷ গায়কের বাংলোয় তাঁর ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁয় থাকবে সব রকমের খাবার৷
advertisement
2/6
৩৩ বছর বয়সি কোহলি জানিয়েছেন তাঁর রেস্তরাঁয় খাবারের গুণমান নিয়ে কোনওরকম আপস করা হবে না৷ তাঁদের লক্ষ্য, যাতে গুণমুগ্ধ ক্রেতা বার বার ফিরে আসেন তাঁর রেস্তরাঁয়৷ সামাজিক মাধ্যমে নির্মীয়মাণ রেস্তরাঁর ছবি শেয়ার করে কোহলি জানান আগামী ৮ অক্টোবর থেকে জুহুতে খুলে যাবে ‘ওয়ান এইট কমিউন’-এর দরজা৷
৩৩ বছর বয়সি কোহলি জানিয়েছেন তাঁর রেস্তরাঁয় খাবারের গুণমান নিয়ে কোনওরকম আপস করা হবে না৷ তাঁদের লক্ষ্য, যাতে গুণমুগ্ধ ক্রেতা বার বার ফিরে আসেন তাঁর রেস্তরাঁয়৷ সামাজিক মাধ্যমে নির্মীয়মাণ রেস্তরাঁর ছবি শেয়ার করে কোহলি জানান আগামী ৮ অক্টোবর থেকে জুহুতে খুলে যাবে ‘ওয়ান এইট কমিউন’-এর দরজা৷
advertisement
3/6
তিনি কিশোরকুমারের গানের এবং তাঁর বর্ণময় জীবনের অনুরাগী৷ রেস্তরাঁর জন্য তাঁর বাংলো বেছে নেওয়ার পিছনে এটাও একটা কারণ বলে জানান কোহলি৷ ইউটিউবে সাক্ষাৎকারের মাঝে কিশোরকুমারের গান ‘মেরে মেহবুব কয়ামত হোগি’ দু’ কলি গেয়েও ওঠেন তিনি৷
তিনি কিশোরকুমারের গানের এবং তাঁর বর্ণময় জীবনের অনুরাগী৷ রেস্তরাঁর জন্য তাঁর বাংলো বেছে নেওয়ার পিছনে এটাও একটা কারণ বলে জানান কোহলি৷ ইউটিউবে সাক্ষাৎকারের মাঝে কিশোরকুমারের গান ‘মেরে মেহবুব কয়ামত হোগি’ দু’ কলি গেয়েও ওঠেন তিনি৷
advertisement
4/6
দিল্লি, পুণা, ও কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁ৷ জুহুতে এর শাখা শুরু হলে বাণিজ্যনগরীতে যাত্রা শুরু করবে তারকা ক্রিকেটারের রেস্তরাঁ৷ এছাড়াও পোশাক, জুতো ও সুগন্ধির ব্যবসাও আছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার৷
দিল্লি, পুণা, ও কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁ৷ জুহুতে এর শাখা শুরু হলে বাণিজ্যনগরীতে যাত্রা শুরু করবে তারকা ক্রিকেটারের রেস্তরাঁ৷ এছাড়াও পোশাক, জুতো ও সুগন্ধির ব্যবসাও আছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার৷
advertisement
5/6
বিরাট তাঁর জার্সির নম্বরের সঙ্গে মিলিয়ে রেস্তরাঁর নাম রেখেছেন ৷ কয়েক মাস আগে বিরাটের সঙ্গে দেখা করেন প্রয়াত শিল্পীর ছোট ছেলে অমিতকুমার ৷ তার পরই ক্রমে কথাবার্তা এগোয় ৷ সংবাদমাধ্যমে কিশোরপুত্র অমিতকুমার জানিয়েছেন তাঁরা বিরাটকে ৫ বছরের জন্য লিজ দিয়েছেন ৷
বিরাট তাঁর জার্সির নম্বরের সঙ্গে মিলিয়ে রেস্তরাঁর নাম রেখেছেন ৷ কয়েক মাস আগে বিরাটের সঙ্গে দেখা করেন প্রয়াত শিল্পীর ছোট ছেলে অমিতকুমার ৷ তার পরই ক্রমে কথাবার্তা এগোয় ৷ সংবাদমাধ্যমে কিশোরপুত্র অমিতকুমার জানিয়েছেন তাঁরা বিরাটকে ৫ বছরের জন্য লিজ দিয়েছেন ৷
advertisement
6/6
মুম্বইয়ে কেমন হবে বিরাট কোহলির রেস্তরাঁর যাত্রা? জানতে উদগ্রীব তাঁর অনুরাগী তথা খাদ্যরসিকরা৷
মুম্বইয়ে কেমন হবে বিরাট কোহলির রেস্তরাঁর যাত্রা? জানতে উদগ্রীব তাঁর অনুরাগী তথা খাদ্যরসিকরা৷
advertisement
advertisement
advertisement