চুরি হয়ে গেল বিরাটের পোশাক !

Last Updated:

চুরি হয়ে গেল বিরাট কোহলির পোশাক!

#নয়াদিল্লি:  নিউজিল্যন্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হতে বাকি আর মাত্র কিছু দিন ৷ তার আগে এখন প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ এর মধ্যেই আবার একটা অবাক করে দেওয়ার মতো ঘটনা ঘটল ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৷ হোটেলের ঘর থেকে চুরি হয়ে গেল তাঁর বিভিন্ন পোশাক !
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেই সেকথা ভিডিও মারফত জানিয়েছেন বিরাট ৷ উত্তর-পূর্ব ভারতে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ৷ সেখানের হোটেলেই চুরি হয় তাঁর পোষাক ৷ বিরাট বলেন, ‘‘ঘটনাটা অবিশ্বাস্য মনে হলেও হোটেল থেকে আমার বেশ কিছু পোশাক চুরি হয়ে গিয়েছে। মনটা খারাপ হয়ে গেলেও কিছু বলার নেই’।  এরপর অবশ্য মজা করে বিরাট যোগ করেন, ‘‘ যারা চুরি করেছে আমার পোশাক, তাদের চয়েজ ভাল বলতে হবে ৷’’
advertisement
এদিকে নিউজিল্যান্ড সিরিজের জন্য এখন পুরোদমে অনুশীলন চলছে ভারতীয় দলের ৷ কোহলিও সেখানে পিছিয়ে নেই ৷ নেট প্র্যাকটিসের পাশাপাশি জিমে চলছে শরীরচর্চা ৷  সেই ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন বিরাট ৷ ভারতের টেস্ট অধিনায়কের গলায় গ্যারি কার্স্টেনেরও প্রশংসা শোনা গিয়েছে ৷ রাজস্থান ক্রিকেট অ্যাকাডেমিতে তরুণ ক্রিকেটারদের ট্রেনিং দিতে আসা প্রাক্তন ভারতীয় কোচ গ্যারি কার্স্টেন সম্পর্কে কোহলি বলেন, ‘‘ওর প্রতিভা নিয়ে কোনও সময়েই সংশয় ছিল না। কিন্তু অধিনায়ক হিসাবে ওর প্রতিটি সিদ্ধান্ত দেখে আমি মুগ্ধ। দলের বাকিদের কাছে এর চেয়ে বড় প্রেরণা আর কিছু হতে পারে না।’’
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চুরি হয়ে গেল বিরাটের পোশাক !
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement