আইসিসি-র ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ফের শীর্ষে বিরাট

Photo: Twitter

Photo: Twitter

আইসিসি-র ওয়ান ডে র‍্যাঙ্কিং-এ ব্যাটসম্যানদের তালিকায় সাপ-সিঁড়ির খেলা অব্যাহত ৷

  • Last Updated :
  • Share this:

    #কানপুর: আইসিসি-র ওয়ান ডে র‍্যাঙ্কিং-এ ব্যাটসম্যানদের তালিকায় সাপ-সিঁড়ির খেলা অব্যাহত ৷ মাত্র ১০ দিন আগেই বিরাট কোহলিকে টপকে এক নম্বরে চলে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স ৷ রবিবার কানপুর ওয়ান ডে-তে সেঞ্চুরির পর ফের শীর্ষস্থান ফিরে পেলেন ভারত অধিনায়ক কোহলি ৷

    বিরাট যে ফর্মে রয়েছেন, তাতে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের রান এবং সেঞ্চুরির রেকর্ডকে একমাত্র তিনিই টপকে যেতে পারেন বলে মনে করছে বিশ্ব ক্রিকেটমহল ৷ একের পর এক সিরিজ জেতার পাশাপাশি ব্যাটিংয়ে নিজের দুর্দান্ত ফর্মও বজায় রেখেছেন কোহলি ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ২৬৩ রান করে ৮৮৯ পয়েন্টে পৌঁছে গিয়েছেন বিরাট ৷ যা ভারতীয় ব্যাটসম্যানদের সর্বকালের রেকর্ড ৷ এর আগে ১৯৯৮ সালে সচিন তেন্ডুলকরের সংগ্রহে ছিল সর্বোচ্চ ৮৮৭ পয়েন্ট ৷

    বিরাট কোহলির পাশাপাশি নিউজিল্যান্ড সিরিজে ১৭৪ রান করেছেন রোহিত শর্মাও ৷ তাঁর সংগ্রহেও এখন ৭৯৯ পয়েন্ট ৷ যা এখনও পর্যন্ত রোহিতের কেরিয়ারে সর্বোচ্চ ৷ বোলারদের তালিকায় ওয়ান ডে-তে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের পেসার হাসান আলি ৷

    First published:

    Tags: AB de Villiers, Cricket, ICC ODI Rankings, ICC Rankings, Virat Kohli