Radhika Merchant And Anant Ambani: মেসিকে উষ্ণ অভ্যর্থনা... 'মানানসই' কালো পোশাকে সাজলেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট! দম্পতির চোখজুড়নো 'রংমিলান্তি'

Last Updated:

এই উপলক্ষে, রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানি সেজেওছিলেন অপূর্ব সুন্দর। দুজনেই বেছে ছিলেন কালো রং। সুন্দর টপের সঙ্গে পরেছিলেন মানানসই ট্রাউজার। টপটি ছিল টার্টলনেক, ফুল-হাতা।  স্ট্রেইট-কাট, গোড়ালি-দৈর্ঘ্যের ট্রাউজার্সের সঙ্গে মানিয়েছিল দারুণ। কানে ছিল সূক্ষ্ম দুল।  চুল খোলা রেখেছিলেন রাধিকা। মেকাপ ছিল পরিমিত। অনন্ত আম্বানি পরেছিলেন কালো শেরওয়ানি।ূন

'মানানসই' কালো পোশাকে সাজলেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট
'মানানসই' কালো পোশাকে সাজলেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট
জামনগর: অনন্ত আম্বানির অনুরোধে সূচি পরিবর্তন করেছেন মেসি। মঙ্গলবার জামনগরের বনতারায় বিশেষ সফরে যান লিওনেল মেসি। অনন্ত আম্বানি তাঁকে এবং তাঁর সতীর্থদের হিন্দু রীতিনীতির মাধ্যমে স্বাগত জানান, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সমস্ত জীবের প্রতি ভালবাসার নিদর্শন তুলে ধরেন বিদেশি খেলোয়াড়দের সামনে। ভিডিওতে দেখা যায় শিবলিঙ্গের মাথায় দুধ ঢালছেন মেসি। শিবের আরাধনা করছেন,  সবার সঙ্গে মন্ত্রোচ্চারণ করে বলছেন, ‘হর হর মহাদেব’। কপালে তিলক কাটা, গলায় মালা তিন ফুটবল তারকার। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি সফরের পরে জামনগর যান মেসি।  তাঁকে আতিথেয়তায় ভরিয়ে দেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।
এই উপলক্ষে, রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানি সেজেওছিলেন অপূর্ব সুন্দর। দুজনেই বেছে ছিলেন কালো রং। সুন্দর টপের সঙ্গে পরেছিলেন মানানসই ট্রাউজার। টপটি ছিল টার্টলনেক, ফুল-হাতা।  স্ট্রেইট-কাট, গোড়ালি-দৈর্ঘ্যের ট্রাউজার্সের সঙ্গে মানিয়েছিল দারুণ। কানে ছিল সূক্ষ্ম দুল।  চুল খোলা রেখেছিলেন রাধিকা। মেকাপ ছিল পরিমিত। অনন্ত আম্বানি পরেছিলেন কালো শেরওয়ানি।

 

View this post on Instagram

 

A post shared by Ambani Family (@ambani_update)

advertisement
advertisement
মেসি এবং সতীর্থরা সস্ত্রীক অনন্ত আম্বানির সঙ্গে মন্দিরের ‘মহা আরতি’-তে অংশ নেন, অম্বেমাতা, শ্রীগণেশ, শ্রীহনুমান এবং ভগবান শিবের আশীর্বাদ যাচনা করেন, বিশ্ব শান্তি ও ঐক্যের জন্য প্রার্থনা করেন। ব্যস্ততা সত্ত্বেও মেসির বনতারা সফর অনন্ত আম্বানির সঙ্গে তাঁর উষ্ণ বন্ধন এবং বন্ধুত্বকে তুলে ধরেছে, বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি তাঁদের যৌথ প্রতিশ্রুতিই এই সম্পর্কের ভিত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Radhika Merchant And Anant Ambani: মেসিকে উষ্ণ অভ্যর্থনা... 'মানানসই' কালো পোশাকে সাজলেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট! দম্পতির চোখজুড়নো 'রংমিলান্তি'
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement