Virat Kohli: ফাইনাল ম্যাচের আগে মহাকালেশ্বর মন্দিরে কোহলি, 'জয় শিবা' ধ্বনি দিলেন বিরাট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে আধ্যাত্মিক শান্তি খুঁজতেই মধ্যপ্রদেশের উজ্জয়িনে শ্রী মহাকালেশ্বর মন্দিরে গেলেন বিরাট কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে আধ্যাত্মিক শান্তি খুঁজতেই মধ্যপ্রদেশের উজ্জয়িনে শ্রী মহাকালেশ্বর মন্দিরে গেলেন বিরাট কোহলি। রবিবার, ১৮ জানুয়ারি সিরিজ নির্ধারণী ম্যাচের আগে নিজের ব্যস্ত অনুশীলন সূচি থেকে কিছুটা সময় বের করে তিনি এই প্রাচীন শিবমন্দিরে উপস্থিত হন। ম্যাচের আগে ঈশ্বরের আশীর্বাদ নেওয়াই ছিল তাঁর এই সফরের মূল উদ্দেশ্য।
সংবাদ সংস্থা ANI প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে কোহলি ভগবান শিবের সামনে নতজানু হন। তিনি নিয়ম মেনে পূজো দেন এবং কপালে ঐতিহ্যবাহী টিকা গ্রহণ করেন। পূজা শেষ হওয়ার পর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁকে মন্দির চত্বর থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এই সময় মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
advertisement
#WATCH | Madhya Pradesh | Former Indian Captain and Star Cricketer Virat Kohli offered prayers at Shree Mahakaleshwar Temple in Ujjain. pic.twitter.com/cTMqxKKoXU
— ANI (@ANI) January 17, 2026
advertisement
মন্দির থেকে বেরোনোর পথে বহু ভক্ত কোহলির সঙ্গে সেলফি তুলতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে তিনি কারও অনুরোধ রাখতে পারেননি। দ্রুত নিজের গাড়ির দিকে এগিয়ে যান তিনি। তবে যাওয়ার মুহূর্তে পেছন থেকে ভেসে আসা “জয় শিব” ধ্বনিতে সাড়া দিয়ে কোহলিও একইভাবে “জয় শিব” বলে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা জানান। অন্য একটি ভিডিওতে দেখা যায়, সতীর্থ কুলদীপ যাদবের সঙ্গে তিনি আরতিতেও অংশ নেন।
advertisement
এই মন্দির দর্শন আবারও বিরাট কোহলির আধ্যাত্মিক মানসিকতার পরিচয় দেয়। গত কয়েক বছরে তাঁর মধ্যে যে শান্ত ও স্থির মানসিকতা দেখা যাচ্ছে, তার প্রভাব স্পষ্টভাবে পড়েছে মাঠের পারফরম্যান্সেও। মানসিকভাবে দৃঢ় অবস্থানে থেকে কোহলি এখন আরও স্পষ্ট লক্ষ্য ও আত্মবিশ্বাস নিয়ে নিজের খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে ইতিবাচক বার্তা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2026 2:42 PM IST











