Virat Kohli: নতুন বছরের আগেই 'বদলে' গেলেন কোহলি!মুম্বই বিমানবন্দরে যা দেখা গেল...
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: নিউজিল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি হিসেবে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বিরাট কোহলি। তার আগে অন্য কারণে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও তারকা ব্যাটার বিরাট কোহলি আবারও শিরোনামে।
নিউজিল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি হিসেবে বিজয় হাজারে ট্রফিতে খেলবেন বিরাট কোহলি। তার আগে অন্য কারণে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও তারকা ব্যাটার বিরাট কোহলি আবারও শিরোনামে। দীর্ঘ বিরতির পর ঘরোয়া ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন ঘিরে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। সোমবার, ২২ ডিসেম্বর মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে কোহলিকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান অসংখ্য ভক্ত। বিজয় হাজারে ট্রফিতে তাঁর প্রত্যাবর্তনের খবর ছড়াতেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। বিমানবন্দরে কোহলির নতুন হেয়ারস্টাইল ও বদলে যাওয়া লুকও নজর কাড়ে।
জানা গেছে, বিজয় হাজারে ট্রফিতে খেলতে বিরাট কোহলি বেঙ্গালুরু যাচ্ছিলেন, যেখানে দিল্লি দল তাদের সব ম্যাচ খেলবে। ২০২৫–২৬ মরশুমের জন্য নিজের ঘরোয়া রাজ্য দিল্লির হয়ে নির্বাচিত হয়েছেন তিনি। দীর্ঘদিন পর ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে খেলতে নামা কোহলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্যভাবে, ২০১০ সালের পর এই টুর্নামেন্টে খেলবেন বিরাট কোহলি। তবে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামার আগে কোহলির নতুন লুক মন জয় করে নেয় সকলের।
advertisement
সম্প্রতি আলিবাগে অনুশীলন করতে দেখা গেছে কোহলিকে। গ্রুপ পর্বে তিনি দুটি ম্যাচ খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দিল্লি দলের অধিনায়কত্ব করবেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত, যাঁকেও একই দিনে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। দলে অভিজ্ঞ ইশান্ত শর্মার পাশাপাশি রয়েছেন তরুণ প্রতিভা হর্ষিত রানা, যশ ধুল ও প্রিয়াংশ আর্য।
advertisement
Virat Kohli spotted at the airport..leaving for Vijay Hazare Trophy❤️ pic.twitter.com/0bkEizIsv5
— ????????????????????🥂 (@wrognxvirat) December 22, 2025
advertisement
দিল্লি দল গ্রুপ ডি-তে তাদের অভিযান শুরু করবে ২৪ ডিসেম্বর অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে। এরপর তারা গুজরাত, সৌরাষ্ট্র, ওড়িশা, সার্ভিসেস, রেলওয়ে ও হরিয়ানার মুখোমুখি হবে। কোহলির কাছে এই টুর্নামেন্ট শুধু ঘরোয়া ক্রিকেটে ফেরা নয়, বরং ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া ওয়ানডে সিরিজের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলির সামনে এখন আইপিএল ও ঘরোয়া ক্রিকেটই ২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রধান মঞ্চ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2025 9:03 AM IST








