Donald Trump on Iran: ‘পৃথিবীর বুক থেকে মুছে দেবে...,’ইরানকে ফের হুমকি! ট্রাম্প বললেন, ‘আমার যদি কিছু হয়..’

Last Updated:
এই বাক বিতণ্ডা শুরু হয় ট্রাম্পের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের পর থেকে৷ সেখানে ট্রাম্প বলেছিলেন, ‘‘ (উনি) একজন অসুস্থ মানুষ যাঁর উচিত তাঁর দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা’’ এবং ‘‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে’’ বলে বর্ণনা করেছিলেন।
1/6
ওয়াশিংটন: তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করলে ইরান নামক দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে আমেরিকা৷ ইরান-আমেরিকার মধ্যে টানাপড়েনের মাঝে নতুন করে ইরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এদিন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘‘আমার কড়া নির্দেশ দেওয়া রয়েছে৷ যদি কিছু হয়, তাহলে ওরা পৃথিবী থেকে ওদের মুছে দেবে৷’’
ওয়াশিংটন: তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করলে ইরান নামক দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে আমেরিকা৷ ইরান-আমেরিকার মধ্যে টানাপড়েনের মাঝে নতুন করে ইরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এদিন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘‘আমার কড়া নির্দেশ দেওয়া রয়েছে৷ যদি কিছু হয়, তাহলে ওরা পৃথিবী থেকে ওদের মুছে দেবে৷’’
advertisement
2/6
এই প্রথম নয়, আর আগেও ইরান প্রসঙ্গে কড়া মন্তব্য করতে দেখা গিয়েছে ট্রাম্পকে৷ তখনও তিনি বলেছিলেন, তিনি তাঁর উপদেষ্টাদের বলে রেখেছেন, যদি তাঁর উপরে কোনও হামলার ঘটনা ঘটে, তাহলে ইরানকে ‘শেষ’ করে দিতে হবে৷
এই প্রথম নয়, আর আগেও ইরান প্রসঙ্গে কড়া মন্তব্য করতে দেখা গিয়েছে ট্রাম্পকে৷ তখনও তিনি বলেছিলেন, তিনি তাঁর উপদেষ্টাদের বলে রেখেছেন, যদি তাঁর উপরে কোনও হামলার ঘটনা ঘটে, তাহলে ইরানকে ‘শেষ’ করে দিতে হবে৷
advertisement
3/6
গত কয়েকদিন ধরেই বিক্ষোভের আগুনে ধ্বস্ত ইরান৷ মুদ্রাস্ফীতি, দেশের আর্থিক অবস্থা, দমন নীতি সহ একাধিক বিষয় নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানের মানুষ৷ ইতিমধ্যেই হাজার হাজার বিক্ষোভকারীকে গুপ্ত হত্যা করার অভিযোগ উঠেছে আয়াতোল্লা খামেনেইয়ের প্রশাসনের  বিরুদ্ধে৷
গত কয়েকদিন ধরেই বিক্ষোভের আগুনে ধ্বস্ত ইরান৷ মুদ্রাস্ফীতি, দেশের আর্থিক অবস্থা, দমন নীতি সহ একাধিক বিষয় নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানের মানুষ৷ ইতিমধ্যেই হাজার হাজার বিক্ষোভকারীকে গুপ্ত হত্যা করার অভিযোগ উঠেছে আয়াতোল্লা খামেনেইয়ের প্রশাসনের বিরুদ্ধে৷
advertisement
4/6
অন্যদিকে, সাম্প্রতিককালেও বারবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন৷ ইতিমধ্যেই ইরানের বিক্ষোভের আবহে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কড়া মন্তব্য বিনিময় চলেছে৷ এমনকি, ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই, যিনি ইসলামিক রিপাবলিককে গত ৪ দশক ধরে নেতৃত্ব দিয়ে আসছেন, তাঁকে হত্যার চক্রান্তের নিরিখেও আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে ইরান৷
অন্যদিকে, সাম্প্রতিককালেও বারবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন৷ ইতিমধ্যেই ইরানের বিক্ষোভের আবহে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কড়া মন্তব্য বিনিময় চলেছে৷ এমনকি, ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই, যিনি ইসলামিক রিপাবলিককে গত ৪ দশক ধরে নেতৃত্ব দিয়ে আসছেন, তাঁকে হত্যার চক্রান্তের নিরিখেও আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে ইরান৷
advertisement
5/6
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, ‘‘ট্রাম্প জানে যে, আমাদের নেতার (আয়াতোল্লাহ আলি খামেনেই) বিরুদ্ধে কোনও আক্রমণাত্মক পদক্ষেপ করা হলে আমরা যে শুধু ওদের হাত কেটে তা-ই নয়স ওদের দুনিয়ায় আগুন জ্বালিয়ে দেব৷’’
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, ‘‘ট্রাম্প জানে যে, আমাদের নেতার (আয়াতোল্লাহ আলি খামেনেই) বিরুদ্ধে কোনও আক্রমণাত্মক পদক্ষেপ করা হলে আমরা যে শুধু ওদের হাত কেটে তা-ই নয়স ওদের দুনিয়ায় আগুন জ্বালিয়ে দেব৷’’
advertisement
6/6
এই বাক বিতণ্ডা শুরু হয় ট্রাম্পের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের পর থেকে৷  সেখানে ট্রাম্প বলেছিলেন, ‘‘ (উনি) একজন অসুস্থ মানুষ যাঁর উচিত তাঁর দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা’’ এবং ‘‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে’’ বলে বর্ণনা করেছিলেন।
এই বাক বিতণ্ডা শুরু হয় ট্রাম্পের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের পর থেকে৷ সেখানে ট্রাম্প বলেছিলেন,‘‘ (উনি) একজন অসুস্থ মানুষ যাঁর উচিত তাঁর দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা’’ এবং ‘‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে’’ বলে বর্ণনা করেছিলেন।
advertisement
advertisement
advertisement