Donald Trump on Iran: ‘পৃথিবীর বুক থেকে মুছে দেবে...,’ইরানকে ফের হুমকি! ট্রাম্প বললেন, ‘আমার যদি কিছু হয়..’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই বাক বিতণ্ডা শুরু হয় ট্রাম্পের একটি সাম্প্রতিক সাক্ষাৎকারের পর থেকে৷ সেখানে ট্রাম্প বলেছিলেন,
‘‘ (উনি) একজন অসুস্থ মানুষ যাঁর উচিত তাঁর দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা’’ এবং ‘‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে’’ বলে বর্ণনা করেছিলেন।
ওয়াশিংটন: তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করলে ইরান নামক দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে আমেরিকা৷ ইরান-আমেরিকার মধ্যে টানাপড়েনের মাঝে নতুন করে ইরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এদিন সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘‘আমার কড়া নির্দেশ দেওয়া রয়েছে৷ যদি কিছু হয়, তাহলে ওরা পৃথিবী থেকে ওদের মুছে দেবে৷’’
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, সাম্প্রতিককালেও বারবার ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন৷ ইতিমধ্যেই ইরানের বিক্ষোভের আবহে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কড়া মন্তব্য বিনিময় চলেছে৷ এমনকি, ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই, যিনি ইসলামিক রিপাবলিককে গত ৪ দশক ধরে নেতৃত্ব দিয়ে আসছেন, তাঁকে হত্যার চক্রান্তের নিরিখেও আমেরিকাকে কড়া বার্তা দিয়েছে ইরান৷
advertisement
advertisement









