Gautam Gambhir : লম্বা পোস্ট... তার পর ডিলিট! বিরাট কোহলির দাদার নজিরবিহীন আক্রমণ গম্ভীরকে! ভারত হারতেই নতুন বিতর্কের জন্ম!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Gautam Gambhir : বিরাট কোহলি দাদা এবার আসরে নামলেন। প্রবল সমালোচনা করলেন ভারতের কোচ গৌতম গম্ভীরের!
গুয়াহাটি : প্রকাশ্যে খুব বেশি কথা বলতে শোনা যায় না তাঁকে। বিশেষ করে ক্রিকেট নিয়ে তো কখনওই তেমন কিছু বলেন না। সেই তিনিই এবার ভারতের হারে আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না!
বিরাট কোহলি দাদা এবার আসরে নামলেন। প্রবল সমালোচনা করলেন ভারতের কোচ গৌতম গম্ভীরের! বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছেন। টি২০ থেকেও। কোহলি যখন খেলতেন, তখন তিনি বা তাঁর পরিবারের কেউ কখনও ভারতীয় দল বা ক্রিকেট নিয়ে খুব বেশি ভাল-মন্দ মন্তব্য করেননি। তবে এখন কোহলি খেলেন না বলেই কি আর বলতে বাধা নেই!
advertisement
ভারতীয় দলে কোচ গম্ভীরকে বরখাস্ত করা হোক, এমনই দাবি তুলেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ। এরই মধ্যে বিরাটের দাদা বিকাশ কোহলির পোস্ট ভাইরাল। যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে দেন। তবে তার আগে যা বিতর্ক হওয়ার তা হয়ে গিয়েছিল। বিকাশ কোহলির ইঙ্গিত, কর্তৃত্ব’ ফলাতে গিয়ে ভাল জিনিস ভেঙে চুরমার করে দিয়েছেন গম্ভীর!
advertisement
advertisement
ইডেনের পিচ নিয়ে অজুহাত শোনা গিয়েছিল গম্ভীরের মুখে। গুয়াহাটিতে আর পিচ নিয়ে কোনও অজুহাত তিনি দিলেন না। আসলে ভারতের ব্যাটিং লাইন ভেঙে পড়ায় তাঁর হয়তো নতুন করে আর কোনও অজুহাত দেওয়া নেই! বিরাট কোহলি খেললে ভারতের পরিস্থিতি আলাদা হতে পারত, মনে করছেন অনেকে। তবে বিকাশ কোহলি সেসব নিয়ে কিছু বললেন না।
advertisement
থ্রেড পোস্টে বিকাশ কোহলি লেখেন, ‘এমন একটা সময় ছিল, যখন আমরা জেতার জন্য খেলতে নামতাম। বিদেশের মাটিতেও আমরা ম্যাচ জিততাম। এখন দেশের মাটিতে ম্যাচ বাঁচানোর জন্য খেলি। অযথা, অকারণ কর্তৃত্ব ফলাতে গিয়ে ভাল জিনিসও বদলে ফেলা হচ্ছে। তাই এমন অবস্থা হওয়ারই ছিল।’
আরও পড়ুন- বিয়ের আগের রাতে হবু বউয়ের বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ চ্যাট! সেই মহিলাকে কী প্রস্তাব দেন পলাশ!
দক্ষিণ আফ্রিকার স্ট্র্যাটেজির প্রশংসা করেন তিনি। তার পর আরও লেখেন, ‘ভারতের পরিকল্পনা কী ছিল? সিনিয়র ও অভিজ্ঞ প্লেয়ারদের সরিয়ে দিতে হবে। দলে ৩, ৪ বা ৫ নম্বরের ব্যাটার না রাখা, শুধু অলরাউন্ডার ব্যবহার করার স্ট্র্যাটেজি। দক্ষিণ আফ্রিকাকে দেখুন, আদ্যোপান্ত টেস্ট দল খেলাচ্ছে। স্পেশালিস্ট ওপেনার, স্পেশালিস্ট ৩, ৪, ৫ ও ৬ নম্বর ব্যাটার…। আমি চাই ভারত জিতুক, তবে এমন হারলে প্রশ্ন তো উঠবেই। এর জন্য দায়ী কে?’ উল্লেখ্য, এই পোস্ট পরে ডিলিট করে দেন বিকাশ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 26, 2025 1:21 PM IST

