Virat Kohli: পাকিস্তানকে 'শাসন' করার পরই বিরাট প্রাপ্তি কোহলির! জেনে নিন বিস্তারিত

Last Updated:

Virat Kohli: পাকিস্তান ম্যাচের আগেও সমালোচনায় হচ্ছিলেন বিদ্ধ। দল থেকে বাদ দেওয়া উচিত কিনা তা নিয়েও নানা মুনি নানা মত দিয়েছেন। কিন্তু ক্রিকেট ঈশ্বর তাঁর বরপুত্রের উপর সহায় ছিলেন। একটি ম্যাচ বদলে দিল সব কিছু।

News18
News18
পাকিস্তান ম্যাচের আগেও সমালোচনায় হচ্ছিলেন বিদ্ধ। দল থেকে বাদ দেওয়া উচিত কিনা তা নিয়েও নানা মুনি নানা মত দিয়েছেন। কিন্তু ক্রিকেট ঈশ্বর তাঁর বরপুত্রের উপর সহায় ছিলেন। একটি ম্যাচ বদলে দিল সব কিছু। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উইনিংস ইনিংস খেলেন বিরাট কোহলি। ১১১ বলে ১০০ রানের ইনিংসটা ফের প্রমাণ করে দিল রাজা তিনিই, সিংহাসন এখনও তাঁরই দখলে।
পাকিস্তান ম্যাচের ইনিংসের পর যারা এতদিন সমালোচনা করছিলেন তাদের মধ্যে অনেকেই কোহলির প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ ওডিআই ফরম্যাটে কোহলিকেই বিশ্বের সেরা তকমাও দিয়ে দিয়েছেন। এটাই যে বাস্তব, তা ভাল করেই জানেন বিরাট। তাই বাইরের দুনিয়ায় কান না দিয়ে নিজের কাজটা গোটা ক্রিকেট কেরিয়ারে যাচ্ছেন। আর এবার পাকিস্তান ম্যাচে সেঞ্চুরির পর বড় প্রাপ্তিও হল টিম ইন্ডিয়ার মহাতারকার।
advertisement
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের লেটেস্ট আপডেটে প্রথম পাঁচে নিজের জায়গা ফিরে পেয়েছেন বিরাট কোহলি। বিগত বেশ কিছু সময় ধরে প্রথম পাঁচের বাইরের ছিলেন কোহলি। পাক ম্যাচের পর সেই জায়গা পুনরদ্ধার করেছেন বিরাট। যে ফর্মে পাকিস্তান ম্যাচে পাওয়া গিয়েছে বিরাটকোহলি তা ধরে রাখলে এই প্রতিযোগিতাতেই ক্রমতালিকায় আরও উপের দিকে উঠে আসার সুযোগর রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের সামনে।
advertisement
advertisement
প্রসঙ্গত, আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের লেটেস্ট আপডেটে প্রথম ১৫ জনের মধ্যে রয়েছে পাঁচজন ভারতীয় ব্যাটার। প্রথম স্থানে রয়েছেন শুভমান গিল, তৃতীয় স্থানে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি, ৯ নম্বরে শ্রেয়স আইয়ার ও ১৫ নম্বরে রয়েছেন কেএল রাহুল। আইসিসি একদিনের দলের শীর্ষে রয়েছে ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: পাকিস্তানকে 'শাসন' করার পরই বিরাট প্রাপ্তি কোহলির! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement