ICC Champions Trophy 2025: মন ভাঙবে ভারতের! কোন দেশ জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি? বিখ্যাত জ্যোতিষীর চমকে দেওয়া ভবিষ্যদ্বাণী

Last Updated:
ICC Champions Trophy 2025 Prediction: চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। ইতিমধ্যেই ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। এখনও বাকি দুটি। এরই মধ্যে সম্প্রতি বিখ্যাত জ্যোতিষী বড় ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন কে হতে পারে এবারের চ্যাম্পিয়ন।
1/6
চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। ইতিমধ্যেই ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। এখনও বাকি দুটি। এরই মধ্যে সম্প্রতি বিখ্যাত জ্যোতিষী বড় ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন কে হতে পারে এবারের চ্যাম্পিয়ন।
চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। ইতিমধ্যেই ভারত ও নিউজিল্যান্ড সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে। এখনও বাকি দুটি। এরই মধ্যে সম্প্রতি বিখ্যাত জ্যোতিষী বড় ভবিষ্যদ্বাণী করে জানিয়েছেন কে হতে পারে এবারের চ্যাম্পিয়ন।
advertisement
2/6
জ্যোতিষী গ্রিনস্টোন লোবো ফুটবল হোক আর ক্রিকেট প্রতিটি বড় প্রতিযোগিতার আগেই নিজের প্রেডিকশন জানিয়ে থাকেন। একাধিক প্রেডিকশন মিলেওছে তাঁর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তিনি।
জ্যোতিষী গ্রিনস্টোন লোবো ফুটবল হোক আর ক্রিকেট প্রতিটি বড় প্রতিযোগিতার আগেই নিজের প্রেডিকশন জানিয়ে থাকেন। একাধিক প্রেডিকশন মিলেওছে তাঁর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তিনি।
advertisement
3/6
গ্রিনস্টোন লোবো বলেছেন,"এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চলেছে টিম ইন্ডিয়া। তবে একটি নির্দিষ্ট প্লেয়ারের ভাগ্যের জোরেই ভারত আরও একটি আইসিসি ট্রফি ঘরে তুলবে বলে জানিয়েছেন লোবো।"
গ্রিনস্টোন লোবো বলেছেন,"এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতে চলেছে টিম ইন্ডিয়া। তবে একটি নির্দিষ্ট প্লেয়ারের ভাগ্যের জোরেই ভারত আরও একটি আইসিসি ট্রফি ঘরে তুলবে বলে জানিয়েছেন লোবো।"
advertisement
4/6
লোবোর মতে, মহম্মদ শামির ভাগ্যের জোরেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত। ভারতীয় দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে শামির উপর। ভারতকে চ্যাম্পিয়ন হতে হলে শামিকে জ্বলে উঠতে হবে। ওর রাশিফল বলছে, বড় প্রতিযোগিতায় জয়ের অংশ হবে।
লোবোর মতে, মহম্মদ শামির ভাগ্যের জোরেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত। ভারতীয় দলের সাফল্য অনেকটাই নির্ভর করছে শামির উপর। ভারতকে চ্যাম্পিয়ন হতে হলে শামিকে জ্বলে উঠতে হবে। ওর রাশিফল বলছে, বড় প্রতিযোগিতায় জয়ের অংশ হবে।
advertisement
5/6
শামির সাফল্যে ভারতের কেন জয় আসবে সেই প্রসঙ্গে লোবো বলেছেন,"১৯৯০ সালে শামির জন্মের সময় প্লুটো নিজের ঘরে ছিল। পুল্টোর মত শক্তিশালী গ্রহের সহায়তার যে কেউ সাফল্য পেতে পারে। এছাড়া শামির নেপচুনও ভাল জায়গায় রয়েছে। এই গ্রহরে প্রভাবে শত্রু ধ্বংস হয়।"
শামির সাফল্যে ভারতের কেন জয় আসবে সেই প্রসঙ্গে লোবো বলেছেন,"১৯৯০ সালে শামির জন্মের সময় প্লুটো নিজের ঘরে ছিল। পুল্টোর মত শক্তিশালী গ্রহের সহায়তার যে কেউ সাফল্য পেতে পারে। এছাড়া শামির নেপচুনও ভাল জায়গায় রয়েছে। এই গ্রহরে প্রভাবে শত্রু ধ্বংস হয়।"
advertisement
6/6
এছাড়া মহম্মদ শামির মঙ্গল এবং শুক্রের অবস্থানও খুব ভাল। সব মিলিয়ে শামির সাফল্যে ভারত কাপ জিততে চলেছে বলে জানিয়েছেন গ্রিনস্টোন লোবো। তবে শামিকে না খেললে ভারত কাপ জিতবে না বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া মহম্মদ শামির মঙ্গল এবং শুক্রের অবস্থানও খুব ভাল। সব মিলিয়ে শামির সাফল্যে ভারত কাপ জিততে চলেছে বলে জানিয়েছেন গ্রিনস্টোন লোবো। তবে শামিকে না খেললে ভারত কাপ জিতবে না বলেও জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement