কিশোরকুমারের বাংলোর পর এ বার আলিবাগে মহার্ঘ্য খামারবাড়ি কিনলেন বিরাট ও অনুষ্কা

Last Updated:

Virushka Farmhouse : মাস ছয়েক আগে বিরুষ্কা এসে খামারবাড়িটি পছন্দ করেন ৷ কিন্তু ব্যস্ত সূচির জন্য চূড়ান্ত কথাবার্তার সময় বিরাট নিজে আসতে পারেননি

মাস ছয়েক আগে বিরুষ্কা এসে খামারবাড়িটি পছন্দ করেন
মাস ছয়েক আগে বিরুষ্কা এসে খামারবাড়িটি পছন্দ করেন
মুম্বই : আগেই লিজ নিয়েছিলেন কিশোর কুমারের বাংলো ৷ এ বার মহার্ঘ্য খামারবাড়ি কিনলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ জানা গিয়েছে উপকূলীয় মহারাষ্ট্রের আলিবাগ এলাকার গ্রাম জিরাদের কাছে ৮ একর জমিতে ছড়িয়ে থাকা ওই বাংলোর জন্য ইতিমধ্যেই ১৯.২৪ কোটি টাকা খরচ করেছেন বিরুষ্কা ৷ বিরাট এখন ব্যস্ত দুবাইয়ে এশিয়া কাপ খেলতে ৷ তাঁর ভাই বিকাশ কোহলি গণেশ চতুর্থীর আগের দিন এই খামারবাড়ি সংক্রান্ত আর্থিক কাজ করেছেন ৷ নামী রিয়েল এস্টেট সংস্থা সমীরা হ্যাবিট্যাটস পুরো বিষয়টির দেখভাল করছে ৷
মাস ছয়েক আগে বিরুষ্কা এসে খামারবাড়িটি পছন্দ করেন ৷ কিন্তু ব্যস্ত সূচির জন্য চূড়ান্ত কথাবার্তার সময় বিরাট নিজে আসতে পারেননি ৷ ফিল্মতারকা, ক্রিকেট তারকা এবং শিল্পপতিদের পছন্দের জায়গা আলিবাগ ৷ রায়গড় জেলার নৈসর্গিক সৌন্দর্যের জন্য এই জনপদ তারকাদের পছন্দের প্রথম সারিতে ৷ অনেকেই এখানে খামারবাড়ি তৈরি করেছেন বিলাসী অবসরযাপনের জন্য ৷ এক দশক আগে এখানে বাড়ি তৈরি করিয়েছিলেন রবি শাস্ত্রীও ৷
advertisement
আরও পড়ুন : 'কার মেসেজের আশা করে ছিলে!' বিরাটকে ঝগরুটের মতো আক্রমণ গাভাসকরের
ইতিমধ্যে বিরাট কোহলি লিজ নিয়েছেন জুহুতে কিশোর কুমারের বাংলো ‘গৌরীকুঞ্জ’-এর একাংশ ৷ সংবাদমাধ্যমে কিশোরপুত্র অমিতকুমার জানিয়েছেন তাঁরা বিরাটকে ৫ বছরের জন্য লিজ দিয়েছেন ৷ বিরাট এখানে তাঁর রেস্তরাঁ ‘ওয়ান এইট কমিউন’-এর একটি আউটলেট শুরু করতে চান বলে শোনা যাচ্ছে ৷ অমিত জানিয়েছেন কয়েক মাস আগে বিরাটের সঙ্গে দেখা করেন প্রয়াত শিল্পীর ছোট ছেলে অমিতকুমার ৷ তার পরই ক্রমে কথাবার্তা এগোয় ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  বয়স হয়েছে, ভাল করে শুনতে পান না রবি শাস্ত্রী! টসের সময় এ কী ভুল করলেন!
বিরাট তাঁর জার্সির নম্বরের সঙ্গে মিলিয়ে রেস্তরাঁর নাম রেখেছেন ৷ দিল্লি, কলকাতা ও পুণেতে এই রেস্তরাঁর শাখা আছে ৷ রেস্তরাঁর ইনস্টা বায়ো বলছে খুব শীঘ্র তারা আসছে মুম্বইয়ের জুহুতেও ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কিশোরকুমারের বাংলোর পর এ বার আলিবাগে মহার্ঘ্য খামারবাড়ি কিনলেন বিরাট ও অনুষ্কা
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement