Viral Video: খুদেকে বাঁচাতে নিলেন প্রাণের ঝুঁকি, নেটিজেনদের মন জিতে নিলেন ক্যারিবিয়ান অধিনায়ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Viral Video: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। ২৩৩ বলে ৫১৭ রানের ম্যাচে তৈরি হয়েছে একাধিক রেকর্ড। মাঠের রেকর্ডের বাইরেও আরও একটি ঘটনা সকলের মন জয় করে নিয়েছে।
সেঞ্চুরিয়ন: দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। ২৩৩ বলে ৫১৭ রানের ম্যাচে তৈরি হয়েছে একাধিক রেকর্ড। মাঠের রেকর্ডের বাইরেও আরও একটি ঘটনা সকলের মন জয় করে নিয়েছে। বাউন্ডারি লাইনের বাইরে এক শিশুর জীবন বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রভম্যান পাওয়েল।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের তৃতীয় ওভারে ঘটে এই ঘটনা। ওভারের শেষ বলে শট খেলেন কুইন্টন ডিকক। অফ সাইডে খেলা বল বাউন্ডারির দিকে যাচ্ছিল। সেই সময় সেভ করার জন্য বলের পেছনে ধাওয়া করেন রভম্যান পাওয়েল। বলটি যখন বাউন্ডারির একেবারে কাছে ছিল তখন নীচু হয়ে চার আটকানোর চেষ্টা করতে যান পাওয়েল। কিন্তু হঠাৎই পাওয়েল দেখেন বাউন্ডারি রোপের বাইরে দাঁড়িয়ে এক ৫ বছরের শিশু।
advertisement
Rovman Powell, giving chase at full speed, has done extremely well not to completely wipe out these two kids 😳#SAvWI pic.twitter.com/fNRVqkwg7n
— Daniel (@DanSenior97) March 26, 2023
advertisement
সেই শিশুকে বাঁচানোর জন্য পাস কাটিয়ে কোনও মতে বেরিয়ে যান রভম্যান পাওয়েল। চার সেভ করা তো দূরের কথা নিজের দেহের ভারসাম্য হারিয়ে ফেলেন পাওয়েল। শিশুর সঙ্গে ধাক্কা না লাগলেও বিজ্ঞাপন বোর্ডে সজোরে ধাক্কা মারেন ক্যারিবিয়ান অধিনায়ক। বিজ্ঞাপনের বোর্ড ধাক্কা গিয়ে ওপারে লোহাক ব্যারিকেডে গিয়ে পড়েন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল চোট গুরুতর। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলা। যদিও কিছুক্ষণ পরে পাওয়েলতে ফিট হয়ে মাঠে নামেন।
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ১১৮ রানের ইনিংস খেলেন জনসন চার্লস। রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে শতরান করেন কুইন্টন ডিকক। এছাড়া ৬৮ রান করেন রেজা হেন্ডরিকস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2023 7:20 PM IST