Viral Video: পিএসজি -র ম্যাচে মাঠে মেসির নামে হায় হায়! ফ্যানদের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল

Last Updated:

পিএসজি বনাম বোর্দো ম্যাচে মাঠে যখন এই দুজন নামেন তখন ‘বু’ করা হয় কার্যত হায় হায় বলা হয়৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)

Viral Video: lionel messi and neymar booed by paris saint germain fans
Viral Video: lionel messi and neymar booed by paris saint germain fans
advertisement
#প্যারিস: লিওনেল মেসির  (lionel Messi ) নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই ফ্যানরা হায় হায় বলে চেঁচাতে শুরু করলেন৷ এই ঘটনাই ঘটেছে প্যারিস সেন্ট জার্মেইন বনাম বোর্দো ম্যাচে৷ দলের ফুটবলারদের নাম ঘোষণার সময়েই এই ঘটনা ঘটে৷ এভাবে মেসির (Messi ) নামে হায় হায় করায় প্যারিস সেন্ট জার্মেইন বনাম বোর্দো ম্যাচের ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
মেসি গত মরশুমের গরমে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (PSG) যোগ দিয়েছিলেন৷ কিন্তু বিশ্বের অন্যতম এই ধণী ক্লাব মেসির পারফরম্যান্সে যে উচ্চতায় পৌঁছে যাবে ভেবেছিল তা অবশ্য হয়নি৷ সাতবারের ব্যালন ডি অর জয়ী লিও মেসি চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে হেরে যায়৷ যার ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অভিযান খতম হয়ে যায় পিএসজি-র (PSG)৷ এদিনের ম্যাচে খেলা শেষ হয় ৩-১ গোলে৷ ম্যাচের শুরু থেকেই খেলতে নেমেছিলেন লিও মেসি৷
advertisement
পিএসজি ফ্যানরা বেশ কিছু ফুটবলারের বিরুদ্ধে রেগে আগুন হয়ে রয়েছে৷ তাঁদের রাগের তোপ মূলত দুই মহাতারকা লিওনেল মেসি এবং নেইমারের বিরুদ্ধে৷ পিএসজি বনাম বোর্দো ম্যাচে মাঠে যখন এই দুজন নামেন তখন ‘বু’ করা হয় কার্যত হায় হায় বলা হয়৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
বুধবারের ম্যাচে পিএসজি -র জার্সিতে একমাত্র গোলটি করেছিলেন কিলিয়ান এমবাপে , তাই তাঁর নামে করতালি ধ্বনি দেওয়া হয়৷ আর বাকিদের নামে হায় হায়ই জোটে৷
এদিকে মেসিকে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে দেখে মেসির ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় রেগে আগুন হয়ে যান৷ দেখে নিন কী ভাবে মেসির নাম ঘোষণার পর ফ্যানরা আগুন হয়ে যান৷ ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
একজন মন্তব্য করেন, এটা খুবই দুঃখের কী ভাবে কেউ মেসিকে এভাবে অসম্মান করতে পারে৷ আবার কেউ লেখেন সর্বকালীন সেরা প্লেয়ার আপনাদের দলে রয়েছে আর আপনারা জানেন না তাঁকে কিভাবে সম্মান জানাতে হয়৷ আবার একজন লিখেছেন , ডিয়ার পিএসজি ফ্যান (যদি কেউ থাকে), লিওনেল মেসির বাঁ পা তোমাদের ক্লাবের থেকে বড় হয়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: পিএসজি -র ম্যাচে মাঠে মেসির নামে হায় হায়! ফ্যানদের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement