#গোয়া: ভারতের তারকা বোলার রাহুল চাহার কিছুদিন আগেই নিজের নিজের দীর্ঘদিনের গার্লফ্রেন্ড ঈশানির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন৷ রাহুল ও ঈশানি ৯ মার্চ বিয়ে করেছেন৷
2/ 9
ভারতীয় বোলারের গায়ে হলুদ থেকে নব বধূকে সিঁদুর দানের পুরো বিয়ের অ্যালবাম এখন ভাইরাল হয়ে গেছে৷
3/ 9
রাহুল ডিসেম্বরের ২০১৯ সালে ঈশানির সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন৷ কিন্তু ২ বছর বাদে তাঁরা সেরে নিলেন সাত পাক৷ বিয়ের অনুষ্ঠানে পরিবার ও কাছের লোকজন সামিল হয়েছিলেন৷
4/ 9
ঈশানীর সিঁথিতে সিঁদুর দেন রাহুল চাহার৷ (pc: rahul chahar instagram)
5/ 9
নিজেদের গায়ে হলুদ অনুষ্ঠানে রাহুল চাহার এবং ঈশানি৷ pc: rahul chahar instagram)