IND vs SA: বলটা জাস্ট বুঝতেই পারলেন না এলগার, Bumrah-এ মজে ক্রিকেটপ্রেমীরা, দেখুন Viral Video

Last Updated:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টেস্টে প্রথমদিনে অধিনায়ক ডিন এলগার (Dean Elgar) আউট হয়ে যান৷ জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) শিকার তিনি৷ তাঁর আউটের ভিডিওটি এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷

Jasprit Bumrah leaves Dean Elgar clueless with perfect delivery dismissesJasprit Bumrah leaves Dean Elgar clueless with perfect delivery dismisses- Photo- AFP
Jasprit Bumrah leaves Dean Elgar clueless with perfect delivery dismissesJasprit Bumrah leaves Dean Elgar clueless with perfect delivery dismisses- Photo- AFP
#কেপটাউন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) টেস্ট  সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ হচ্ছে কেপটাউনে৷ মঙ্গলবার টেস্টের প্রথমদিনে দক্ষিণ আফ্রিকা -র দাপটই দেখা গেল৷ ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷ কিন্তু ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ২২৩ রান করে অলআউট হয়ে যায়৷ অধিনায়ক বিরাট কোহলি সবচেয়ে বেশি ৭৯ রান করেন৷ তিনি ছাড়া চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ৪৩ রান করেন৷ এছাড়া কোনও ভারতীয় ক্রিকেটার উইকেটে দাঁড়াতে পারেননি৷ দক্ষিণ আফ্রিকা ভারতের প্রথম ইনিংসের পরে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৭  রান করেছিল৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টেস্টে প্রথমদিনে অধিনায়ক ডিন এলগার (Dean Elgar) আউট হয়ে যান৷ জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) শিকার তিনি৷ তাঁর আউটের ভিডিওটি এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷
জসপ্রীত বুমরাহ  (Jasprit Bumrah)  যে বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে (Dean Elgar) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন৷ যে বলে ওই উইকেটটা যায় সেই বলটা কামাল বল ছিল৷ এলগারের কাছে ওই পারফেক্ট ডেলিভারির কোনও জবাব ছিল না৷ বুমরাহ এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংসে পঞ্চম ওভার বল করছিলেন৷ তাঁর চতুর্থ বল লেংথ বল ছিল৷ যে বলটা মিডল স্টাম্পে পড়ে ঝড়ের গতিতে অফস্টাম্পের দিকে বেরিয়ে গিয়েছিল৷ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার এতে ডিফেন্সিভ শট খেলতে চেয়েছিলেন৷ কিন্তুু বের সুইং বুঝতে পারেননি৷ বল তাঁর ব্যাটের কিনারায় লেগে চেতেশ্বর পূজারার হাতে চলে যায়৷ ডিন এলগার হাত কচলাতে কচলাতে বেরিয়ে যান৷ স্লিপে আউট হন তিনি৷
advertisement
advertisement
প্রোটিয়া অধিনায়ক এলগার ৩ রান করে আউট হন
advertisement
এর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল  (Viral Video) হয়েছে৷ এতে এলগারকে দেখে বোঝা যাচ্ছে বুমরাহের  এই বলের কোনও উত্তর ছিল না৷ এলগার আউট হতেই বিরাট কোহলি খুশিতে আনন্দে নেচে ওঠেন৷ এলগার ১৬ বলে ৩ রান করেন৷ বুমরাহ প্রথম দিনে ৪ ওভারে এক রানও দেননি৷ সঙ্গে এলগারের মহাগুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন৷
advertisement
এবার দ্বিতীয় দিনে ভারতীয় বোলার পুরো নজরে রাখবেন কতটা তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে প্যাকআপ করে দেওয়া যায়৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: বলটা জাস্ট বুঝতেই পারলেন না এলগার, Bumrah-এ মজে ক্রিকেটপ্রেমীরা, দেখুন Viral Video
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement