IND vs SA: বলটা জাস্ট বুঝতেই পারলেন না এলগার, Bumrah-এ মজে ক্রিকেটপ্রেমীরা, দেখুন Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টেস্টে প্রথমদিনে অধিনায়ক ডিন এলগার (Dean Elgar) আউট হয়ে যান৷ জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) শিকার তিনি৷ তাঁর আউটের ভিডিওটি এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷
#কেপটাউন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ হচ্ছে কেপটাউনে৷ মঙ্গলবার টেস্টের প্রথমদিনে দক্ষিণ আফ্রিকা -র দাপটই দেখা গেল৷ ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷ কিন্তু ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ২২৩ রান করে অলআউট হয়ে যায়৷ অধিনায়ক বিরাট কোহলি সবচেয়ে বেশি ৭৯ রান করেন৷ তিনি ছাড়া চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ৪৩ রান করেন৷ এছাড়া কোনও ভারতীয় ক্রিকেটার উইকেটে দাঁড়াতে পারেননি৷ দক্ষিণ আফ্রিকা ভারতের প্রথম ইনিংসের পরে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৭ রান করেছিল৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টেস্টে প্রথমদিনে অধিনায়ক ডিন এলগার (Dean Elgar) আউট হয়ে যান৷ জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) শিকার তিনি৷ তাঁর আউটের ভিডিওটি এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷
জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) যে বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে (Dean Elgar) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন৷ যে বলে ওই উইকেটটা যায় সেই বলটা কামাল বল ছিল৷ এলগারের কাছে ওই পারফেক্ট ডেলিভারির কোনও জবাব ছিল না৷ বুমরাহ এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংসে পঞ্চম ওভার বল করছিলেন৷ তাঁর চতুর্থ বল লেংথ বল ছিল৷ যে বলটা মিডল স্টাম্পে পড়ে ঝড়ের গতিতে অফস্টাম্পের দিকে বেরিয়ে গিয়েছিল৷ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার এতে ডিফেন্সিভ শট খেলতে চেয়েছিলেন৷ কিন্তুু বের সুইং বুঝতে পারেননি৷ বল তাঁর ব্যাটের কিনারায় লেগে চেতেশ্বর পূজারার হাতে চলে যায়৷ ডিন এলগার হাত কচলাতে কচলাতে বেরিয়ে যান৷ স্লিপে আউট হন তিনি৷
advertisement
Dean Elgar got dismissed for 3 runs.#SAvIND #BePartOfIt #SABCcricket pic.twitter.com/a4d9ECqWFd
— SABC Sport (@SPORTATSABC) January 11, 2022
advertisement
প্রোটিয়া অধিনায়ক এলগার ৩ রান করে আউট হন
advertisement
এর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে৷ এতে এলগারকে দেখে বোঝা যাচ্ছে বুমরাহের এই বলের কোনও উত্তর ছিল না৷ এলগার আউট হতেই বিরাট কোহলি খুশিতে আনন্দে নেচে ওঠেন৷ এলগার ১৬ বলে ৩ রান করেন৷ বুমরাহ প্রথম দিনে ৪ ওভারে এক রানও দেননি৷ সঙ্গে এলগারের মহাগুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন৷
advertisement
আরও পড়ুন - Anushka Sharma Beauty Tips: ‘চাকদা এক্সপ্রেস’ অনুষ্কার সৌন্দর্যের রহস্যভেদ, জেনে নিন বিউটি টিপস
এবার দ্বিতীয় দিনে ভারতীয় বোলার পুরো নজরে রাখবেন কতটা তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে প্যাকআপ করে দেওয়া যায়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2022 2:14 PM IST