IND vs SA: বলটা জাস্ট বুঝতেই পারলেন না এলগার, Bumrah-এ মজে ক্রিকেটপ্রেমীরা, দেখুন Viral Video

Last Updated:

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টেস্টে প্রথমদিনে অধিনায়ক ডিন এলগার (Dean Elgar) আউট হয়ে যান৷ জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) শিকার তিনি৷ তাঁর আউটের ভিডিওটি এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷

Jasprit Bumrah leaves Dean Elgar clueless with perfect delivery dismissesJasprit Bumrah leaves Dean Elgar clueless with perfect delivery dismisses- Photo- AFP
Jasprit Bumrah leaves Dean Elgar clueless with perfect delivery dismissesJasprit Bumrah leaves Dean Elgar clueless with perfect delivery dismisses- Photo- AFP
#কেপটাউন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) টেস্ট  সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ হচ্ছে কেপটাউনে৷ মঙ্গলবার টেস্টের প্রথমদিনে দক্ষিণ আফ্রিকা -র দাপটই দেখা গেল৷ ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷ কিন্তু ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ২২৩ রান করে অলআউট হয়ে যায়৷ অধিনায়ক বিরাট কোহলি সবচেয়ে বেশি ৭৯ রান করেন৷ তিনি ছাড়া চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ৪৩ রান করেন৷ এছাড়া কোনও ভারতীয় ক্রিকেটার উইকেটে দাঁড়াতে পারেননি৷ দক্ষিণ আফ্রিকা ভারতের প্রথম ইনিংসের পরে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৭  রান করেছিল৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) তৃতীয় টেস্টে প্রথমদিনে অধিনায়ক ডিন এলগার (Dean Elgar) আউট হয়ে যান৷ জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) শিকার তিনি৷ তাঁর আউটের ভিডিওটি এখন ভাইরাল ভিডিও (Viral Video) ৷
জসপ্রীত বুমরাহ  (Jasprit Bumrah)  যে বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে (Dean Elgar) প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন৷ যে বলে ওই উইকেটটা যায় সেই বলটা কামাল বল ছিল৷ এলগারের কাছে ওই পারফেক্ট ডেলিভারির কোনও জবাব ছিল না৷ বুমরাহ এদিন দক্ষিণ আফ্রিকার ইনিংসে পঞ্চম ওভার বল করছিলেন৷ তাঁর চতুর্থ বল লেংথ বল ছিল৷ যে বলটা মিডল স্টাম্পে পড়ে ঝড়ের গতিতে অফস্টাম্পের দিকে বেরিয়ে গিয়েছিল৷ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এলগার এতে ডিফেন্সিভ শট খেলতে চেয়েছিলেন৷ কিন্তুু বের সুইং বুঝতে পারেননি৷ বল তাঁর ব্যাটের কিনারায় লেগে চেতেশ্বর পূজারার হাতে চলে যায়৷ ডিন এলগার হাত কচলাতে কচলাতে বেরিয়ে যান৷ স্লিপে আউট হন তিনি৷
advertisement
advertisement
প্রোটিয়া অধিনায়ক এলগার ৩ রান করে আউট হন
advertisement
এর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল  (Viral Video) হয়েছে৷ এতে এলগারকে দেখে বোঝা যাচ্ছে বুমরাহের  এই বলের কোনও উত্তর ছিল না৷ এলগার আউট হতেই বিরাট কোহলি খুশিতে আনন্দে নেচে ওঠেন৷ এলগার ১৬ বলে ৩ রান করেন৷ বুমরাহ প্রথম দিনে ৪ ওভারে এক রানও দেননি৷ সঙ্গে এলগারের মহাগুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন৷
advertisement
এবার দ্বিতীয় দিনে ভারতীয় বোলার পুরো নজরে রাখবেন কতটা তাড়াতাড়ি দক্ষিণ আফ্রিকাকে প্যাকআপ করে দেওয়া যায়৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: বলটা জাস্ট বুঝতেই পারলেন না এলগার, Bumrah-এ মজে ক্রিকেটপ্রেমীরা, দেখুন Viral Video
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement