Viral Reels: নিন্দুকরা বলেন ওঁদের নাকি বনিবনা নেই, ক্যাচ নিতেই দৌড়ে রোহিতের কোলে উঠলেন বিরাট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Reels: ম্যাচের বেশ কয়েকটি মুহূর্ত ছিল যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেয়৷ বিশেষত যখন বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মাকে জড়িয়ে ধরে প্রায় কোলে উঠে যান সেই মুহূর্তটি এখন ভাইরাল রিল৷
কলম্বো: মঙ্গলবার ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ লো স্কোরিং হলেও বেশ হাড্ডাহাড্ডি হয়৷ ম্যাচটি কঠিন লড়াই ছিল, কিন্তু ভারত শেষ পর্যন্ত নিজেদের ধরে রেখে সুপার ৪ গুরুত্বপূর্ণ খেলায় জয় পায়৷ পাশাপাশি ফাইনালের টিকিটও নিশ্চিত করে নেয়৷ ব্যাটিং-র মান নিয়ে এদিন প্রশ্ন উঠলেও, রোহিত শর্মার অধিনায়কত্বের সঙ্গে বোলারদের পারফরম্যান্সের প্রশ্নও উঠছিল৷ ধনঞ্জয়া ডি সিলভা এবং দুনিথ ওয়েললাগের জুটি যখন ক্রিজে অনড় হয়ে লড়াই করছিলেন তখন বড় প্রশ্ন উঠেছিল, ভারত কি আদৌ শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিততে পারবে?
ম্যাচের বেশ কয়েকটি মুহূর্ত ছিল যা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দেয়৷ বিশেষত যখন বিরাট কোহলি অধিনায়ক রোহিত শর্মাকে জড়িয়ে ধরে প্রায় কোলে উঠে যান সেই মুহূর্তটি এখন ভাইরাল রিল৷
দেখে নিন সেই ভাইরাল রিল
advertisement
Virat Kohli hugging Rohit Sharma was a wholesome moment.
The two legends of our sport…!!! ♥️pic.twitter.com/EnayDuhrw9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 12, 2023
advertisement
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা স্লিপে একটি ক্যাচ ধরেন আর ঠিক এর পরেই রোহিতকে দৌড়ে এসে আলিঙ্গন বিরাট কোহলি। আসলে বিরাট কোহলি ও রোহিত শর্মার কেমিস্ট্রি নিয়ে নানা মহলে নানা কথা প্রচলিত রয়েছে৷ তাই এই ভাইরাল রিল হচ্ছে এখন নিন্দুকদের মুখের ওপরের জবাব৷
এদিন ব্যাট করতে নেমে, ভারত ২১৩ রানই তুলতে পেরেছিল৷ ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে এই রান করেছিল৷ কিন্তু এত কম রান করেও বোলাররা তাদের কৃতিত্বে ৪১ রানে জয় এনে দেন দলকে৷ এশিয়া কাপ ফাইনালে পৌঁছে যাওয়াও নিশ্চিত হয়ে যায়৷
advertisement
অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে দুনিথ ওয়েলালেজ (৫/৪০) এবং চরিত আসালাঙ্কার (৪/১৮) স্পিন জুটি মধ্য ওভারে ভারতকে ৪৯.১ ওভারে গুটিয়ে দেয়। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রোহিত (৫৩)।
রোহিত জানিয়েছে “এটা একটা ভাল ম্যাচ। আমাদের চাপের মধ্যে এমন খেলা খেলতে হবে। আমাদের খেলার অনেক দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে৷ ’’
advertisement
তিনি আরও বলেন “আমরা কী করতে পারি তা দেখতে আমরা অবশ্যই এই জাতীয় পিচে খেলতে চাই।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2023 5:42 PM IST