Viral Reels: ম্যাচ চলাকালীনই মুম্বইয়ের অধিনায়ক বদল ! ভাইরাল রিল ঘিরে তোলপাড়

Last Updated:

Viral Reels: Rohit Sharma and Hardik Pandya: সানরাইজার্স হায়দ্রাবাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ম্যাচে আক্রমণের রণনীতি সাজানোর দায়িত্ব...

আইপিএলের মাঝে এর আগেও কিন্তু ক্যাপ্টেন বদল হয়েছে দুই দলে। কেকেআর দীনেশ কার্তিককে সরিয়ে ক্যাপ্টেন করেছিল ইয়ন মরগ্যানকে। হায়দরাবাদ ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দায়িত্ব দিয়েছিল কেন উইলিয়ামসনকে।
আইপিএলের মাঝে এর আগেও কিন্তু ক্যাপ্টেন বদল হয়েছে দুই দলে। কেকেআর দীনেশ কার্তিককে সরিয়ে ক্যাপ্টেন করেছিল ইয়ন মরগ্যানকে। হায়দরাবাদ ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দায়িত্ব দিয়েছিল কেন উইলিয়ামসনকে।
মুম্বই: কয়েকদিন আগে একটা রাত, যেদিন সারা ক্রিকেট দুনিয়া দেখেছিল মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে ঔদ্ধত্যভরে বাউন্ডারি রোপে ফিল্ডিং করতে পাঠিয়ে দিলেন সর্বত্র সকলে চমকে উঠেছিলেন৷ কিন্তু খেলা ঘুরতে কী খুব বেশিদিন ঠেকিয়ে রাখা যায়! আর হলও তাই সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ম্যাচ চলাকালীনই হল অধিনায়ক বদল!
সানরাইজার্স হায়দরাবাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ম্যাচে আক্রমণের রণনীতি সাজানোর দায়িত্ব হঠাৎই নিজের হাতে নিয়ে নেন মুম্বই অধিনায়ক৷  প্রাক্তন অধিনায়ক রোহিত দায়িত্ব নেন। যদিও অফিশিয়ালি হার্দিক এখনও অধিনায়কই ৷ কিন্তু  এক মুহুর্তের জন্য, রোহিতই ছিলেন এবং বিভিন্ন ক্রিকেটারদের কল করেছিলেন, মাঠ সেট করতেন এবং বোলারদের সঙ্গে চ্যাট করছিলেন পুরনো দিনের কারণ হার্দিক সে সময়ে গেমপ্ল্যান সাজাতে পারছিলেন না ৷
advertisement
যে ভাইরাল  রিলের মুহূর্তটি ভাইরাল হয়েছে সেখানে ক্যাপচার করা ভিডিওটি নিখুঁত ভূমিকায় দেখা যাচ্ছিল রোহিত শর্মা৷
advertisement
দেখুন সেই রিল যেটা গত মরশুমে হয়েছিল
advertisement
যেহেতু সানরাইজার্স হায়দরাবাদ পাওয়ার প্লে-তে ৮১ রানে তুলে মেগা ধাক্কা দিয়েছিল  এবং ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা রাজীব গান্ধি স্টেডিয়ামে ছক্কার বৃষ্টি তৈরি করেন৷ এরপর মাঠে রোহিত বিষয়গুলি নিজের হাতে নিয়েছিলেন। এবং এদিন তিনিই হার্দিককে বাউন্ডারি রোপে পাঠিয়ে দেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Reels: ম্যাচ চলাকালীনই মুম্বইয়ের অধিনায়ক বদল ! ভাইরাল রিল ঘিরে তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement