Vinesh Phogat PM Modi: ভিনেশ বাতিল, IOA সভাপতি পিটি ঊষাকে ফোন প্রধানমন্ত্রীর! কী হবে এবার?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Vinesh Phogat PM Modi: ভিনেশ ফোগটকে বাতিল করার বিষয় নিয়ে আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার কী হবে?
প্য়ারিস: ভিনেশ ফোগটকে বাতিল করার বিষয় নিয়ে আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি পিটি ঊষাকে অল-আউট ঝাঁপানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যিনি ভিনেশের পাশে দাঁড়িয়ে তাঁকে সান্ত্বনা দিয়েছেন। নিজের কতটা কষ্ট হয়েছে, সেটাও জানিয়েছেন। পিটি ঊষাকে প্রতিবাদ জানানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
ওজন বেশি থাকার অভিযোগে কুস্তিগীর ভিনেশ ফোগট অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের পোস্টে মোদি ভিনেশকে দেশের গর্ব বলে দাবি করার পাশাপাশি প্রত্যেক ভারতীয়ের অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন৷ ভিনেশের জন্য়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন নেটপাড়ার বাসিন্দারাও। সোশ্য়াল মিডিয়ায় ট্রেন্ডিং বহু মানুষের মন্তব্য়।
Bhai declare it as heartbreak Olympics for India and Indians. #VineshPhogat Disqualified after reaching finals. Not keeping any hopes now from others as well. #ParisOlympics
— Wanderer (@DisDatNothin) August 7, 2024
advertisement
advertisement
@narendramodi ji pls do something on vinesh phogat. She gone through a lot 🙏
— Vamsi Krishna (@VamsiKr06943378) August 7, 2024
Is 150 gm overweight??? Is there any standard timing of weighting . One meal can change this clock.
Or it is a conspiracy#Vineshphogat— trending with me (@Godaratalks) August 7, 2024
advertisement
আরও পড়ুন: এই একটি ফল নিয়ে বিমানে ওঠা নিষেধ, হতে পারে জেল-জরিমানা! জানেন কোন ফল?
অলিম্পিক্সের ৫০ কেজির কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগট৷ অন্তত রুপো জয় নিশ্চিত ছিল তাঁর৷ কিন্তু কিছুক্ষণ আগেই খবর আসে, নির্ধারিত ৫০ কেজি সামান্য কয়েক গ্রাম বেশি ওজন হওয়ায় অলিম্পিক্স থেকেই ছিটকে গিয়েছেন ফোগট৷ ফলে শেষ হয়ে যায় তাঁর পদক জয়ের স্বপ্ন৷
advertisement
আরও পড়ুন: ‘মেয়েটা বড্ড রোগা’ অজুহাতে মাধুরীকে বিয়ে করতে রাজি হননি বলিউডের এক বিখ্যাত গায়ক, কে তিনি জানেন?
এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রীর পিটি ঊষার সঙ্গে কথা বলে তাঁর থেকে গোটা বিষয়টা সবিস্তারে প্রথমে জানতে চান। এই পরিপ্রেক্ষিতে ভারতের সামনে কী কী বিকল্প রয়েছে, সেকথাও তিনি জিজ্ঞেস করেন বলে খবর। পাশাপাশি রিপোর্টে দাবি করা হয় প্রধানমন্ত্রী মোদি ফোনে পিটি ঊষাকে বার্তা দিয়েছেন যাতে তিনি ভিনেশের এই বাতিল হওয়ার সিদ্ধান্তের কড়া বিরোধ জানান যদি তাতে ভিনেশ কোনওরকম ভাবে তাতে লাভবান হন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2024 2:30 PM IST