Viacom18: ২০২৩-২০২৮, আগামী পাঁচ বছর ভারতের সব হোম ম্যাচ দেখাবে Viacom18

Last Updated:

রিলায়েন্স গ্রুপের Viacom 18 আগামী ৫ বছর সমস্ত ঘরোয়া ক্রিকেট ম্যাচ দেখানোর স্বত্ত্ব পেল।

২০২৩-২০২৮, আগামী পাঁচ বছর ভারতের সব হোম ম্যাচ দেখাবে Viacom18
২০২৩-২০২৮, আগামী পাঁচ বছর ভারতের সব হোম ম্যাচ দেখাবে Viacom18
রিলায়েন্স গ্রুপের Viacom 18 আগামী ৫ বছর সমস্ত ঘরোয়া ক্রিকেট ম্যাচ দেখানোর স্বত্ত্ব পেল। সেপ্টেম্বর ২০২৩ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত একটি নতুন চক্রের জন‍্য কোন মিডিয়া স্বত্ত্ব পাবে, সেই বিষয়ে একটি নিলামের আয়োজন করেছিল বিসিসিআই। এই নিলামটি জিতে গেল Viacom 18। বিসিসিআই-এর সচিব জয় শাহ এই খবর নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। চুক্তির পরে Viacom 18-কে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব।
জানা গিয়েছে দুই প্রতিদ্বন্ধি চ‍্যানেল ডিজনি-স্টার এবং সোনি পিকচার্স নেটওয়ার্ককে পরাজিত করে Viacom 18 জিতেছে এই স্বত্ত্ব। এর আগে ২০১৮ সালে ডিজনি স্টার ৬০ কোটি টাকায় ম্যাচটির মিডিয়া স্বত্ত্ব কিনেছিল।
advertisement
এবার কোম্পানিগুলি টেন্ডারে কম আগ্রহ দেখানোর পর বিসিসিআই তার দাম কমিয়ে ৪৫ কোটি টাকা করেছিল। তবে বেশ কিছু হাই-প্রোফাইল খেলা যেমন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম‍্যাচকে বিবেচনা করে বিসিসিআই একটি বড় দর আশা করছিল। পরের সার্কেলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯টি ম্যাচ খেলবে ভারত।
advertisement
Viacom 18 ভারতীয় ক্রিকেট দলের হোম ম্যাচের জন্য টিভি এবং ডিজিটালের পাঁচ বছরের জন্য স্বত্ত্ব নিয়েছে। ৬০০০ কোটি টাকায় এই স্বত্ত্ব কেনায় ম্যাচ প্রতি ৬৮ কোটি টাকা দিতে হবে তাদের। শেষ চক্রে ম্যাচ প্রতি ৬০.১৮ কোটি টাকা পেত বোর্ড। এবার খুব বেশি বৃদ্ধি না হলেও বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি ভালো চুক্তি।
বাংলা খবর/ খবর/খেলা/
Viacom18: ২০২৩-২০২৮, আগামী পাঁচ বছর ভারতের সব হোম ম্যাচ দেখাবে Viacom18
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement