Raksha Bandhan: রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
নিজের কোচিং সেন্টারের পাশাপাশি অনলাইনে ইউটিউবে এবং অ্যাপের মাধ্যমেও তিনি ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন৷
বিহার: রাখিতে রেকর্ড গড়লেন খান স্যার। শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ জনপ্রিয় খান স্যার, যাঁর পুরো নাম ফয়জল খান। নিজের কোচিং সেন্টারের পাশাপাশি অনলাইনে ইউটিউবে এবং অ্যাপের মাধ্যমেও তিনি ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন৷
নিজের কোচিং সেন্টারে রাখি বন্ধন উত্সবের আয়োজন করেছিলেন এই শিক্ষক। বিহারের পটনায় খান স্যারের কোচিং সেন্টারে রাখি বন্ধন উত্সবে প্রায় ১০,০০০ পড়ুয়া অংশগ্রহণ করে। প্রিয় স্যারের হাতে রাখি বাঁধতে থাকে পড়ুয়ারা। আর এতেই রেকর্ড হয়েছে।
advertisement
খান স্যারের দাবি তাঁর হাতে ৭০০০ পড়ুয়া রাখি বেঁধেছেন৷ জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খান স্যার বলেন তিনি বিশ্বরেকর্ড গড়েছেন৷ ৭ হাজার রাখি পরানোর ঘটনা বিশ্বে এর আগে কখনও জানা যায়নি। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অনুষ্ঠান৷
advertisement
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই শিক্ষক জানান যে তাঁর নিজের কোনও বোন নেই৷ তাই সমস্ত ছাত্রীকেই তিনি নিজের বোন মনে করেন৷ গর্ব করে জানিয়েছেন বোন না থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি রাখি পেয়েছেন তিনি৷ ইউটিউব ভিডিওতে তিনি জানিয়েছেন ডান হাত ভরে গিয়েছে রাখিতে৷ রাখির ভারে তিনি ঠিক করে হাত তুলতেও পারছেন না৷
advertisement
খান স্যার জানিয়েছেন অনেক পড়ুয়াই নিজের বাড়ি ছেড়ে তাঁর কোচিং সেন্টারে পড়ছেন৷ উৎসবের দিনে যাতে বাড়ির জন্য তাঁদের মন খারাপ না হয়, তাই তিনি কোচিং সেন্টারেই উৎসবের আয়োজন করেন৷ তার ইউটিউব ভিডিওতে, তিনি আরও বলেছিলেন যে, সমস্ত রাখি খুলতে এবং রাখিগুলি গুণে উঠতে তাঁর অন্যের সাহায্যের প্রয়োজন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 8:45 PM IST