Raksha Bandhan: রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের

Last Updated:

নিজের কোচিং সেন্টারের পাশাপাশি অনলাইনে ইউটিউবে এবং অ্যাপের মাধ্যমেও তিনি ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন৷

রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের
রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের
বিহার: রাখিতে রেকর্ড গড়লেন খান স‍্যার। শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের মধ‍্যে বিশেষ জনপ্রিয় খান স‍্যার, যাঁর পুরো নাম ফয়জল খান। নিজের কোচিং সেন্টারের পাশাপাশি অনলাইনে ইউটিউবে এবং অ্যাপের মাধ্যমেও তিনি ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন৷
নিজের কোচিং সেন্টারে রাখি বন্ধন উ‍ত্‍সবের আয়োজন করেছিলেন এই শিক্ষক। বিহারের পটনায় খান স‍্যারের কোচিং সেন্টারে রাখি বন্ধন উত্‍সবে প্রায় ১০,০০০ পড়ুয়া অংশগ্রহণ করে। প্রিয় স‍্যারের হাতে রাখি বাঁধতে থাকে পড়ুয়ারা। আর এতেই রেকর্ড হয়েছে।
advertisement
খান স্যারের দাবি তাঁর হাতে ৭০০০ পড়ুয়া রাখি বেঁধেছেন৷ জনপ্রিয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খান স্যার বলেন তিনি বিশ্বরেকর্ড গড়েছেন৷ ৭ হাজার রাখি পরানোর ঘটনা বিশ্বে এর আগে কখনও জানা যায়নি। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অনুষ্ঠান৷
advertisement
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই শিক্ষক জানান যে তাঁর নিজের কোনও বোন নেই৷ তাই সমস্ত ছাত্রীকেই তিনি নিজের বোন মনে করেন৷ গর্ব করে জানিয়েছেন বোন না থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি রাখি পেয়েছেন তিনি৷ ইউটিউব ভিডিওতে তিনি জানিয়েছেন ডান হাত ভরে গিয়েছে রাখিতে৷ রাখির ভারে তিনি ঠিক করে হাত তুলতেও পারছেন না৷
advertisement
খান স্যার জানিয়েছেন অনেক পড়ুয়াই নিজের বাড়ি ছেড়ে তাঁর কোচিং সেন্টারে পড়ছেন৷ উৎসবের দিনে যাতে বাড়ির জন্য তাঁদের মন খারাপ না হয়, তাই তিনি কোচিং সেন্টারেই উৎসবের আয়োজন করেন৷ তার ইউটিউব ভিডিওতে, তিনি আরও বলেছিলেন যে, সমস্ত রাখি খুলতে এবং রাখিগুলি গুণে উঠতে তাঁর অন্যের সাহায্যের প্রয়োজন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Raksha Bandhan: রাখির ভারে হাতই তুলতে পারছেন না! ৭ হাজার রাখি পরে রেকর্ড খান স্যারের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement