#মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট চুক্তিতে রাখা হল না বেদা কৃষ্ণমূর্তিকে। কদিন আগেই নিজের মা এবং বোনকে করোনা ভাইরাসে হারিয়েছিলেন যিনি। প্রথমে খোঁজ না নিলেও পরে চক্ষুলজ্জা ঢাকতে জয় শাহ ফোন করেন। অভিজ্ঞ মিতালি রাজকে রাখা হয়েছে বি গ্রেডে। বাংলার ঝুলন গোস্বামী আছেন বি গ্রেডেই। এ গ্রেডে হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা এবং পুনম যাদব। বাংলার রিচা ঘোষ রয়েছেন সি গ্রেডে। এছাড়া খুব একটা বলার মত পরিবর্তন নেই। প্রথম গ্রেডে ৫০, দ্বিতীয় গ্রেডে ৩০ এবং তৃতীয় গ্রেডে ১০ লাখ টাকা করে পাবেন চুক্তিবদ্ধ ক্রিকেটাররা।
The BCCI has announced the India Women central contracts for 2020-21https://t.co/8Si8n6Fuvs pic.twitter.com/isNvn9eN9R
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 19, 2021
এর আগেও বহু ক্ষেত্রে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে দ্বিচারিতার অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। তবে এবারের অভিযোগ যেন সব কিছু ছাপিয়ে গিয়েছে। ১৯ মে-র মধ্যে মহিলা দলের ক্রিকেটারদের বায়ো বাবলে প্রবেশ করতে হবে, এমনই জানিয়ে দিয়েছে বিসিসিআই। পুরুষ দলের ক্রিকেটারদেরও একই দিনে মুম্বইতে কোয়ারেন্টাইন থাকতে হবে। তাঁদেরও করোনা টেস্টের ব্যবস্থা করেছিল বোর্ড। মুম্বইতে কোয়ারেন্টাইনে প্রবেশ করার আগে আরও একবার ভারতীয় দলের পুরুষ ক্রিকেটারদের টেস্ট হবে। কিন্তু মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে এসব কিছুই করা হয়নি।
১৬ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও টি-২০ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। পুরুষদের ভারতীয় দলও ইংল্যান্ড সফরে যাবে। কিন্তু জুন মাসে যাওয়ার ইংল্যান্ড সফরে যাওয়ার আগে দুই দলকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার আগে করোনা টেস্টের রিপোর্টও জমা দিতে হবে। এদিন অশ্বিন, ওয়াশিংটনের সঙ্গে একই বিমানে চেন্নাই থেকে মুম্বই পৌছলেন মিতালি রাজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।