Vaibhav Suryavanshi: ১৪ বছরের বৈভব যাকে করেছে তুমুল 'ধোলাই', সেই বোলারই এজবাস্টনে ভারতের ভয়ের কারণ!

Last Updated:

Vaibhav Suryavanshi: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। এজবাস্টন ইংল্যান্ডের সেই মাঠগুলোর একটি, যেখানে ভারত এখনও পর্যন্ত একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি।

News18
News18
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। এজবাস্টন ইংল্যান্ডের সেই মাঠগুলোর একটি, যেখানে ভারত এখনও পর্যন্ত একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি। কিন্তু শুধুই এই ইতিহাসই কি শুভমান গিল ও তার দলের সমস্যার কারণ? না, সমস্যা এখন দ্বিগুণ হয়ে গেছে। কারণ ইংল্যান্ড দলে ফিরে এসেছেন সেই খেলোয়াড়, যিনি ভারতের টপ অর্ডার এবং বিশেষ করে টেস্টে ভারতের অধিনায়ক শুভমান গিলের বিরুদ্ধে দুর্দান্ত রেকর্ড। যদিও সেই খেলোয়াড়কে ১৪ বছরের বৈভব সূর্যবংশী বেশ ভালোভাবে সামলেছেন।
আপনারা ভাবছেন, টিম ইন্ডিয়ার জন্য এই বিপদ কে? তার নাম হলো জোফ্রা আর্চার। ইংল্যান্ড তাকে দ্বিতীয় টেস্টের জন্য দলে অন্তর্ভুক্ত করেছে। এবং পুরো সম্ভাবনা রয়েছে যে, দলে নেওয়া হলে তিনি প্লেয়িং ইলেভেনে সুযোগ পাবেন। যদি আর্চার এজবাস্টনে খেলেন, তাহলে ভারতীয় দলের জন্য বিপদের ঘন্টা বাজতে পারে।
কিন্তু এই আর্চারকে ‘ধোলাই’ করেছে ১৪ বছরের বৈভব। বৈভব ও আর্চারের মুখোমুখি হওয়া কোনও ম্যাচে নয়, বরং আইপিএল ২০২৫-এর নেট সেশনে। দুজনেই রাজস্থান রয়্যালসের অংশ ছিলেন। এক নেট সেশনে বৈভব আর্চারের ৮টি বল খেলেন। তার মধ্যে মাত্র ২ বার তিনি বিট হন, বাকি ৬টি বল তিনি এত জোরে মারেন যে আর্চার যেন হতবাক হয়ে যান। বৈভব নিজেই সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন।
advertisement
advertisement
প্রশ্ন হচ্ছে, বৈভব সূর্যবংশীর মতো শুভমান গিল ও তার দল কি আর্চারকে সামলাতে পারবে? নাকি আর্চারের ফেরার সঙ্গে এজবাস্টনে ভারতের আরও একটি হার অপেক্ষা করছে? আর্চার বলকে দুদিকেই সুইং করাতে পারেন, ভয়ঙ্কর বাউন্সার দিতে পারেন, একই লাইন-লেংথে ধারাবাহিকভাবে বল ফেলতে পারেন। সবচেয়ে বড় কথা, তিনি জয়সওয়াল, রাহুল, পন্থ ও গিলের দুর্বলতা সম্পর্কে ভালোই জানেন।
advertisement
এজবাস্টনে আর্চার এই প্রথমবার খেলতে চলেছেন। ইংল্যান্ডের অন্যান্য মাঠে ৮টি টেস্টে তিনি ৩০টি উইকেট নিয়েছেন। ৪ বছর পর আর্চার টেস্ট ক্রিকেটে ফিরছেন এবং এটাই ভারতের পক্ষে যেতে পারে। কারণ ভারতীয় ব্যাটসম্যানরা লিডসে ভালো খেলেছিলেন। যদিও এজবাস্টনে তাদের সামনে থাকবেন আর্চার, কিন্তু তার নিজের ছন্দ খোঁজা সহজ হবে না। সব মিলিয়ে, এজবাস্টনে এক জমজমাট ও উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচের প্রত্যাশা করা যাচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Suryavanshi: ১৪ বছরের বৈভব যাকে করেছে তুমুল 'ধোলাই', সেই বোলারই এজবাস্টনে ভারতের ভয়ের কারণ!
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement