IND vs ENG: বুমরাহ না খেললেও নেই কোনও চিন্তা! তৈরি ভারতের ৫ গেম প্ল্যান

Last Updated:

IND vs ENG 2nd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে চাপে ভারতীয় দল। ২ জুলাই থেকে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে সংশয় রয়েছে।

News18
News18
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে চাপে ভারতীয় দল। ২ জুলাই থেকে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে সংশয় রয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে। বুমরাহর অনুপস্থিতি ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হতে পারে।
মাত্র সাত বছর আগে টেস্টে অভিষেক করা বুমরাহ এখন পর্যন্ত ৪৬টি টেস্ট ম্যাচে ২১০টি উইকেট নিয়েছেন। তিনি দলের সবচেয়ে অভিজ্ঞ ও ভরসাযোগ্য পেস বোলার। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। শুধু তাঁর উপস্থিতিই প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়াতে যথেষ্ট। তবে তাঁর অনুপস্থিতিতেও ভারতের হাতে কিছু বিকল্প রয়েছে। বুমরাহ ছাড়া কেমন হতে পারে ভারতের গেমপ্ল্যান? চলুন দেখে নেওয়া যাক-
advertisement
১. নেতৃত্বে মহম্মদ সিরাজ:
গত কয়েক বছরে মহম্মদ সিরাজ ভারতীয় দলের হয়ে নিয়মিত ভালো পারফর্ম করে চলেছেন। বুমরাহ না থাকলে সিরাজকে আক্রমণের নেতা করা যেতে পারে। তাঁর সুইং ও আগ্রাসী বোলিং ইংল্যান্ডের কন্ডিশনে কার্যকর হতে পারে।
advertisement
২. অর্শদীপ সিং বা আকাশদীপ সুযোগ পেতে পারেন:
বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং আগেও কাউন্টি ক্রিকেটে ইংল্যান্ডে খেলেছেন এবং তাঁর সুইং এখানে উপকারে আসতে পারে। আকাশদীপও ইংলিশ কন্ডিশনে ভালো লাইন ও লেংথে বোলিং করতে পারেন।
advertisement
৩. অলরাউন্ডার হিসেবে শার্দুল বা নীতীশ রেড্ডি:
গত ম্যাচে শার্দুল ঠাকুরকে দলে নিয়ে এক অতিরিক্ত ব্যাটিং অপশন ও সীম বোলার হিসেবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কাজে আসেনি। পরের ম্যাচে শার্দুলের জায়গায় নীতীশ রেড্ডি সুযোগ পেতে পারেন।
৪. স্পিন বিভাগে ভারসাম্য:
যদি পেস বোলিং ইউনিট কিছুটা দুর্বল লাগে, তাহলে রবীন্দ্র জাদেজার সঙ্গে কুলদীপ যাদবকেও দলে নেওয়া যেতে পারে। এতে ভারত তার স্পিন শক্তি কাজে লাগাতে পারবে এবং ইংল্যান্ডের ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে দুর্বলতার সুযোগ নিতে পারবে।
advertisement
৫. বোলিং রোটেশন:
বুমরাহ না থাকলে নতুন অধিনায়ক শুভমন গিলকে বোলারদের স্মার্টভাবে রোটেট করতে হবে। সিরাজ, অর্শদীপ/আকাশদীপ এবং শার্দুলকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, যাতে তারা ক্লান্ত না হয়ে কার্যকর থাকতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: বুমরাহ না খেললেও নেই কোনও চিন্তা! তৈরি ভারতের ৫ গেম প্ল্যান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement